রাজৌরি, 23 অগাস্ট : সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে নিয়ন্ত্রণরেখায় গুলি পাকিস্তানের । শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান । নাম নায়েক রাজীব থাপা । বাড়ি জলপাইগুড়ির মেছপাড়ায় ৷
নিয়ন্ত্রণরেখায় গুলি পাকিস্তানের, শহিদ জওয়ান ; ধ্বংস পাকিস্তানি সেনা ছাউনি - শহিদ জওয়ান
সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময়ে শহিদ হন রাজীব থাপা ।
সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । দু'পক্ষের গুলি বিনিময়ে শহিদ হন রাজীব । এই বিষয়ে, সেনা মুখপাত্র বলেন, "রাজীব খুব সাহসী ছিলেন ৷ একজন সক্রিয় এবং প্রেরণাদায়ক নেতা ছিলেন ৷ তাঁর এই বলিদানের জন্য দেশ সর্বদা কৃতজ্ঞ থাকবে ৷" তিনি আরও বলেন, "ভারতীয় সেনা এই আক্রমণের কড়া জবাব দিয়েছে ৷ পাকিস্তান সেনা ছাউনিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷"
এর আগে পাকিস্তানের সঙ্গে গুলির লড়াইয়ে 20 অগাস্ট কৃষ্ণঘাঁটি সেক্টরে নায়েক রবি রঞ্জন কুমার ও 17 অগাস্ট রাজৌরির নৌসেরা সেক্টরে নায়েক সন্দীপ থাপা শহিদ হয়েছিলেন ৷