শ্রীনগর , 4 অগাস্ট :370 ধারা বাতিলের বর্ষপূর্তির আগে শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়ক থেকে IED উদ্ধার । ট্যাপার পাট্টান এলাকার পেট্রল পাম্পের কাছ থেকে 29 রাষ্ট্রীয় রাইফেল(RR)-এর রোড ওপেনিং পার্টি(ROD)-র তরফে ভোর পাঁচটা নাগাদ ওই বিস্ফোরক উদ্ধার করা হয় । পরে বম্ব স্কোয়াড এসে সেটি নিষ্ক্রিয় করে । এদিকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরে মর্টার শেল নিক্ষেপ করে।
এর আগে 1 অগাস্ট জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা । ঘটনায় জওয়ান রোহিন কুমার শহিদ হন ।
প্রায় একমাস ধরে বিভিন্ন সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা । 18 জুলাই পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর গ্রামগুলিতে গুলি চালিয়ে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা । এই ঘটনায় তিন নাগরিক মারা যান । এছাড়া , 10 জুলাই রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর গুলির লড়াইয়ে এক ভারতীয় জওয়ান শহিদ হন ।
370 ধারা বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে ভূস্বর্গে অশান্তির আশঙ্কায় কাশ্মীর উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে । মঙ্গল ও বুধবার কারফিউ জারি থাকবে । সোমবারই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীনগর প্রশাসন । এরপরেই আজ শ্রীনগর-ন্যাশনাল হাইওয়ে থেকে বিস্ফোরক উদ্ধার হয় ।