দিল্লি, 15 জানুয়ারি : সংবিধানের 370 ধারা প্রত্যাহার ''ঐতিহাসিক পদক্ষেপ" বলেই মনে করেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ৷ এই পদক্ষেপকে ইতিবাচক বলেই উল্লেখ করেন তিনি ৷ গত বছরের অগাস্টে কেন্দ্র জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ৷ সেনাদিবসের অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে নারাভানের কথায় উঠে এল জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গ ৷
নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করেন নারাভানে ৷ বলেন, "370 ধারা প্রত্যাহারের ফলে পশ্চিমের প্রতিবেশীর ছায়াযুদ্ধ ব্যাহত হচ্ছে ৷ 370 ধারার প্রত্যাহার ঐতিহাসিক পদক্ষেপ ৷ এই পদক্ষেপ জম্মু ও কাশ্মীরকে মূলধারার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে ৷" আজ 72তম সেনা দিবসে দিল্লি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের আগে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সেনাপ্রধান ৷
একটি সংবাদমাধ্যমকে কয়েকদিন আগেই তিনি জানান, সন্ত্রাসকে কোনওভাবেই বরদাস্ত করা যাবে না ৷ সঙ্গে বলেন, "যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কাউন্টার করার অনেক রাস্তা রয়েছে ৷ সেই রাস্তাগুলি ব্যবহার করতে আমরা দু'বার ভাবব না ৷"
প্রতি বছর 15 জানুয়ারি সেনা দিবস পালিত হয় ৷ আজও দিল্লির প্যারেড গ্রাউন্ডে সেনা দিবস উপলক্ষে কুচকাওয়াজ হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে, এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া ও নেভি চিফ অ্যাডমিরাল করমবীর সিং ৷ তাঁরা সকলে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান ৷ টুইট করে ভারতীয় সেনার অবদানের কথা উল্লেখ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
রাষ্ট্রপতি টুইট করেন, "আজ সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত পুুরুষ-মহিলা ও তাঁদের পরিবারকে অভিনন্দন ৷ আপনারা আমাদের দেশের গর্ব ৷ আমাদের স্বাধীনতার প্রেরক ৷ আপনাদের ত্যাগ আমাদের সার্বভৌমত্বকে সুরক্ষিত করেছে ৷ আমাদের জাতির গৌরব ৷ দেশের মানুষকে সুরক্ষা দিয়েছে ৷ জয় হিন্দ !"
অন্যদিকে, টুইটের মাধ্যমে ভারতীয় সেনার বীরত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি টুইটে লেখেন, "আমাদের সেনা বীরত্ব, পেশাদারিত্বের জন্য সর্বজনবিদিত ৷ মানবিক চেতনার জন্যও তাঁদের শ্রদ্ধা জানাই ৷ যেখানেই প্রয়োজন হবে, আমাদের সেনা এগিয়ে আসবে ৷ প্রয়োজনীয় সব কিছু করবে ৷ আমাদের সেনার জন্য আমি গর্বিত ৷"