দিল্লি, 5 জুলাই : লাদাখে প্রধানমন্ত্রীর সেনা হাসপাতাল পরিদর্শনের পরই সোশাল মিডিয়ায় নানা প্রশ্নের ঝড় উঠেছিল । কেউ কেউ বলছিলেন, এটি হাসাপাতাল নয়, প্রধানমন্ত্রীর পরিদর্শন ও ছবি তোলার জন্য কিছু শয্যা দিয়ে পুরো কক্ষকে সাজানো হয়েছে । এবার সমস্ত সমালোচনা উড়িয়ে দিল সেনা । ভারতীয় সেনার তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এটি সেনা জেনেরাল হাসপাতালেরই অংশ । আগে এই জায়গা অডিয়ো-ভিডিয়ো ট্রেনিং রুম ছিল । বর্তমানে কোরোনা পরিস্থিতিতে সেটিকে 100 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে ।
সম্প্রতি লাদাখ সীমান্তে চিন-ভারত সংঘর্ষে 20 জন জওয়ান শহিদ হয়েছেন । এরপর শুক্রবার সেনা প্রধানদের নিয়ে লাদাখ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী । সেখানে জখম সেনাদের সঙ্গে দেখা করেন তিনি । এরপরই প্রধানমন্ত্রীর সফর নিয়ে সোশাল মিডিয়ায় নানা বিতর্ক শুরু হয় । কয়েকজন কংগ্রেস নেতা নানা ধরনের প্রশ্ন তোলেন । কেউ বলেন, সত্যিই কি আহত সেনাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী? নাকি এটি তাঁর প্রচার-কৌশল ছিল ? অনেকে আবার প্রধানমন্ত্রীর পরিদর্শনের ওই জায়গা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন । তাঁদের কথায়, হাসপাতালে কোনও চিকিৎসক নেই কেন? পিছনে প্রোজেক্টরের পর্দা কেন? শয্যাগুলির পাসে কি একটিও ওষুধপত্র রাখা নেই ? একরমই একাধিক জিজ্ঞাসা ঘোরাঘুরি করে সোশাল মিডিয়ায় ।