পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-পাঠানকোটে সেনাপ্রধান, জ়িরো টলারেন্সের বার্তা - জম্মু-পাঠানকোট এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

জম্মু-পাঠানকোট অঞ্চলে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি চালিয়ে যেতে বলেন তিনি ।

COAS MM Naravane
COAS MM Naravane

By

Published : Jul 13, 2020, 7:28 PM IST

জম্মু, 13 জুলাই : বর্তমান সুরক্ষা পরিস্থিতি এবং জম্মু-পাঠানকোট অঞ্চলে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে আজ রাইজ়িং স্টার কর্পসের সামনের অঞ্চলগুলি পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । জম্মুতে আজ তাঁকে স্বাগত জানান জেনেরাল অফিসার কমান্ডিং ইন চিফ ওয়েস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনেরাল আর পি সিং, জিওসি রাইজ়িং স্টার কর্পস লেফটেন্যান্ট জেনেরাল উপেন্দ্র দ্বিবেদী, টাইগার ডিভিশনের জিওসি মেজর জেনেরাল ভি বি নায়ার এবং AOC, AF স্টেশন এয়ার কমান্ডার এ এস পাঠানিয়া ।

রাইজ়িংইজ়িং স্টার কর্পসের অপারেশনাল প্রস্তুতি, সুরক্ষার বিকাশ এবং অভ্যন্তরীণ সুরক্ষা সম্পর্কে সেনাপ্রধানকে জানান । অপারেশনাল প্রস্তুতি নিয়ে টাইগার ডিভিশনের জিওসি-র সঙ্গে পর্যালোচনা করেছেন জেনেরাল নারাভানে । এই এলাকা পরিদর্শনের সময় কমান্ডার এবং সেনা-জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি ।

পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি চালিয়ে যেতে বলেন সেনাপ্রধান । তিনি আরও বলেন, "বাহিনী এবং সরকার একত্রে নিরলসভাবে কাজ করছে এবং শত্রুপক্ষকে পরাস্ত করতে একই কাজ চালিয়ে যাবে ।"

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ওয়েস্টার্ন কমান্ডকে সম্বোধন করার পাশাপাশি সেনাবাহিনীর মনোবলের প্রশংসা করেন সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । যে কোনও বিপর্যয় মোকাবিলা এবং যে কোনও পরিস্থিতি পরিচালনা করতে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেন তিনি । ‘ওপি নমস্তে’-র সমর্থনে COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে ওয়েস্টার্ন কমান্ডের প্রচেষ্টারও প্রশংসা করেন জেনেরাল নারাভানে ।

ABOUT THE AUTHOR

...view details