জম্মু, 13 জুলাই : বর্তমান সুরক্ষা পরিস্থিতি এবং জম্মু-পাঠানকোট অঞ্চলে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে আজ রাইজ়িং স্টার কর্পসের সামনের অঞ্চলগুলি পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । জম্মুতে আজ তাঁকে স্বাগত জানান জেনেরাল অফিসার কমান্ডিং ইন চিফ ওয়েস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনেরাল আর পি সিং, জিওসি রাইজ়িং স্টার কর্পস লেফটেন্যান্ট জেনেরাল উপেন্দ্র দ্বিবেদী, টাইগার ডিভিশনের জিওসি মেজর জেনেরাল ভি বি নায়ার এবং AOC, AF স্টেশন এয়ার কমান্ডার এ এস পাঠানিয়া ।
রাইজ়িংইজ়িং স্টার কর্পসের অপারেশনাল প্রস্তুতি, সুরক্ষার বিকাশ এবং অভ্যন্তরীণ সুরক্ষা সম্পর্কে সেনাপ্রধানকে জানান । অপারেশনাল প্রস্তুতি নিয়ে টাইগার ডিভিশনের জিওসি-র সঙ্গে পর্যালোচনা করেছেন জেনেরাল নারাভানে । এই এলাকা পরিদর্শনের সময় কমান্ডার এবং সেনা-জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি ।