দিল্লি, 26জুন : প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনের । রাজনাথ সিংকে লাদাখের বর্তমান পরিস্থিতিরসংক্ষিপ্ত বিবরণ দিলেন সেনাপ্রধান । পূর্ব লাদাখের পরিস্থিতি দুইদিন পরিদর্শন করেনতিনি । সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার অবস্থান এবং প্রস্তুতি পর্যবেক্ষণকরেন ।
পূর্বলাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের তরফে তাদের কিছু সেনাকে সরানো হয়েছে । একটিসংবাদ সংস্থায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, “22জুন চিনের তরফে নিশ্চিত করা হয় যেতারা সম্মুখবর্তী অঞ্চল থেকে গভীর অঞ্চলে তাদের সেনা সরিয়ে নিয়ে যাবে । সেইঅনুযায়ী,গালওয়ানউপত্যকায় কিছু সেনা এবং যুদ্ধযানকে পিছনে সরানো হয়েছে ।”