দিল্লি, 7 সেপ্টেম্বর : 370 ধারা প্রত্যাহারের পর আশঙ্কা ছিল জম্মু ও কাশ্মীরে ব্যাপক অশান্তি ছড়াবে । কিন্তু এখনও পর্যন্ত তেমনটা হয়নি । আর তার জেরে হতাশ পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলাররা ৷ গোয়েন্দাদের হাতে এরকম গোপন বার্তা এসেছে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷
আজ তিনি বলেন, "নিয়ন্ত্রণ রেখা বরাবর 20 কিলোমিটার এলাকায় পাকিস্তানের যোগাযোগ টাওয়ার রয়েছে ৷ তারা বার্তা পাঠানোর চেষ্টা করছে ৷ আড়ি পেতে আমরা শুনতে পেয়েছি, ওরা নিজেদের লোকদের বলছে, কত গাড়ি আপেলের ট্রাক চলাচল করছে, তোমরা বন্ধ করতে পারছ না কেন ? তোমাদের চুড়ি পাঠাব ? "
এই সংক্রান্ত আরও খবর :জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা
আজ দিল্লিতে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলেন ডোভাল ৷ সেখানে তিনি দাবি করেন, সংবিধানের 370 ধারা মোটেও কোনও বিশেষ মর্যাদা নয়, উলটে এটা একটা বিশেষ বৈষম্য ছিল ৷ সেই ধারা প্রত্যাহারের মাধ্যমে ভারতের অন্য অংশের মানুষের সঙ্গে কাশ্মীরিদের একই জায়গায় এনেছে সরকার ৷ শুধু তাই নয়, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়াতে পারছে না পাকিস্তান ৷ ডোভালের দাবি, "আমরা নিশ্চিত যে, বেশিরভাগ কাশ্মীরি 370 ধারা প্রত্যাহারকে সমর্থন করেন ৷ "
এই সংক্রান্ত আরও খবর :আন্তর্জাতিক সমর্থন ছাড়াই কাশ্মীর ইশুতে যে কোনও পর্যায়ে যেতে পারি: ইমরান
5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর রাজ্যের বিভিন্ন অংশে বিধিনিষেধ জারি হয়েছে ৷ একমাস কেটে গেলেও রাজ্যের সর্বত্র শিথিল হয়নি বিধিনিষেধ ৷ কাশ্মীরের সর্বত্র এখনও মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাবি, 199টি জেলার মধ্যে মাত্র 10টিতে এখনও বিধিনিষেধ রয়েছে ৷ তবে, রাজ্যে ল্যান্ডলাইন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক ৷ ডোভালের কথায়, "জম্মু ও কাশ্মীরের 92.5 শতাংশ ভৌগোলিক এলাকা বিধিনিষেধ মুক্ত ৷ " কেন্দ্র পুরোপুরি বিধিনিষেধ তুলতে আগ্রহীও বলে দাবি ডোভালের ৷ কিন্তু, পাকিস্তানের কারণে তা সম্ভবপর হচ্ছে না ৷ তাঁর কথায়, "আমরা সবাই চাই, বিধিনিষেধ পুরোপুরি উঠে যাক ৷ কিন্তু তা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর ৷ যদি পাকিস্তান ঠিকমতো আচরণ করে ও জঙ্গিরা অনুপ্রবেশ করতে না পারে, যদি নিজেদের টাওয়ারের মাধ্যমে জঙ্গি অপারেটিভদের সিগনাল পাঠানো বন্ধ করে পাকিস্তান, তাহলে আমরা বিধিনিষেধ তুলে নিতে পারি ৷ কেউ যদি জম্মু ও কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলতে আগ্রহী থাকে, তা ভারতই ৷ "