হায়দরাবাদ, 29 মে : একটি অর্ডিন্যান্স জারি করে কার্যকালের মেয়াদ কমিয়ে অন্ধ্রপ্রদেশের নির্বাচন কমিশনার পদ থেকে এন রমেশ কুমারকে সরিয়ে দেয় সেখানকার সরকার । আজ সেই অর্ডিন্যান্স খারিজ করে রমেশ কুমারের পক্ষে রায় দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট । জানিয়ে দেওয়া হল, 213 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে কোনও অর্ডিন্যান্স জারি করা যাবে না । ফলে নির্বাচন কমিশনারের পদে বহাল থাকবেন রমেশ কুমার ।
ওয়াই এস জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় আসার পর স্থনীয় স্তরের নির্বাচনের ঘোষণা করেন । কিন্তু কোরোনার জন্য নির্বাচন স্থগিত করেন রাজ্য নির্বাচন কমিশনার । তখনই অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করার পর YSRC সরকার রমেশ কুমারকে সরিয়ে কনগ রাজকে রাজ্য নির্বাচন কমিশনারের পদে আনার জন্য একটি অর্ডিন্যান্স জারি করে । এরপর এই অর্ডিন্যান্স জারি করে অন্ধ্রপ্রদেশ পঞ্চায়েত রাজ আইন, 1994 সংশোধন এনে রাজ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয় । এই সংশোধনীর ফলে রমেশ কুমারের কার্যকালের মেয়াদ শেষ হয় 2020 সালের 10 এপ্রিল । তাই সেই তথ্য দেখিয়ে এই আইনের মাধ্যমে নির্বাচন কমিশনারের পদ থেকে রমেশ কুমারকে সরানো হয় ।