পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন উঠলে আরও মানুষের মৃত্যু, মেয়াদ বাড়ানোর প্রস্তাব চন্দ্রশেখর রাওয়ের - কে চন্দ্রশেখর রাও

আর্থিক সংকট থেকে একসময় ঠিক উদ্ধার হওয়া যাবে, কিন্তু COVID 19 প্যানডেমিকের কারণে যে প্রাণহানি হচ্ছে তা দেশে কখনওই হতে দেওয়া যায় না । লকডাউনের সময়সীমা আরও বাড়ানো জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর ।

ছবি
ছবি

By

Published : Apr 6, 2020, 9:01 PM IST

Updated : Apr 6, 2020, 10:56 PM IST

হায়দরাবাদ, 6 এপ্রিল : লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হোক । লকডাউন উঠে গেলে আরও মানুষের মৃত্যু হবে ৷ আগে তো মানুষের প্রাণ বাঁচাতে হবে৷ রাজ্য-দেশের অর্থনীতির উন্নয়ন পরবর্তী পর্যায়ে ভাবা হোক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আজ এমনই প্রস্তাব জানালেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যে তিন সপ্তাহ ব্যাপী লকডাউনের ঘোষণা করেছিলেন, আজ তার ত্রয়োদশতম দিন । লকডাউন শিথিল হওয়ার কথা 14 এপ্রিল । কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই লকডাউনের সময়সীমা আরও কমপক্ষে দুই সপ্তাহ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ।

আজকের সাংবাদিক বৈঠকে লকডাউনের কারণে দেশের অর্থনীতির ওপর যে চাপ আসছে সেকথা স্বীকার করে নিয়ে চন্দ্রশেখর রাও বলেন, "আর্থিক সংকট থেকে একসময় ঠিক উদ্ধার হওয়া যাবে, কিন্তু COVID 19 প্যানডেমিকের কারণে যে প্রাণহানি হচ্ছে তা দেশে হতে দেওয়া যায় না ।"

দেশজুড়ে প্রতিদিনই জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে তেলাঙ্গানাতেও । এখনও পর্যন্ত তেলাঙ্গানায় মোট 321 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তেলাঙ্গানায় এখনও পর্যন্ত মারা গেছে সাত জন । এই পরিস্থিতিতে কে চন্দ্রশেখর রাওয়ের এই আবেদন যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ ।

Last Updated : Apr 6, 2020, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details