পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোমবার থেকে কেরালায় শুরু হবে অ্যান্টি বডি টেস্ট - Coronavirus pandemic

গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না জানার জন্য ব্যাপকহারে অ্যান্টি বডি টেস্ট শুরু করতে চলেছে কেরালা সরকার। 8 জুন থেকে এই টেস্ট শুরু হবে ।

Image
Rapid antibody test

By

Published : Jun 6, 2020, 5:03 PM IST

তিরুবন্তপুরম, 6 জুন: দিন দিন বাড়ছে কোরোনা ভাইরাসের সংক্রমণ । তাই সোমবার থেকে অ্যান্টি বডি টেস্টের সিদ্ধান্ত নিল কেরালা সরকার। এই টেস্টের পরেই বোঝা যাবে কেরালায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না।

শুক্রবার 111 জন নতুন কোরোনা রোগীর হদিস পায় কেরালা সরকার । যা কোনও একদিনের সর্বোচ্চ। এবিষয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, “ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না জানার জন্য বিশাল সংখ্যক অ্যান্টি বডি টেস্ট করা হবে ।”

8 জুন থেকে এই টেস্ট শুরু করা হবে বলে জানান কেরালার স্বাস্থ্য সচিব ডক্টর রাজন খোবরাগাড়ে । তিনি বলেন, “ পুরো নজরদারি করা হবে বিজ্ঞানসম্মতভাবে। তারপর সম্প্রদায় থেকে বিভিন্ন বিভাগগুলি আলাদা আলাদা জ়োনে ভাগ করা হবে।" ইতিমধ্যে ICMR থেকে কেরালা 14000 টেস্টিং কিট পেয়েছে। তার মধ্যে 10,000 বিভিন্ন জেলায় ভাগ করে দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে আরও 40 হাজার কিট রাজ্যে এসে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান।

গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না জানতে প্রত্যেক সপ্তাহে 15000 অ্যান্টি বডি টেস্ট করার পরিকল্পনা করেছে কেরালা সরকার। যদি কারো টেস্টের রেজাল্ট পজ়িটিভ আসে তাহলে তার সংক্রমণ হয়েছে কি না জানার জন্য PCR টেস্ট করা হবে । এদিকে দিন দিন সংক্রমণ বাড়ায় লকডাউন শিথিল করাটা চ্যালেঞ্জ বলে মনে করছে কেরালা সরকার। জুন মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক লাখের বেশি লোক রাজ্যে ফিরতে পারে বলে আশঙ্কা কেরালা সরকারের।

জুনের 9 তারিখ থেকে ধর্মীয় স্থানগুলি, মল এবং রেস্তরাঁ খোলার অনুমতি দিয়েছে কেরালা সরকার। তবে সামাজিক দূরত্ব এবং আরও বিধিনিষেধ কঠোরভাবে পালন করতে হবে। ধর্মীয় স্থানগুলিতে 65 বছরের ঊর্ধ্বের মানুষ ও 9 বছরের ছোটোদের প্রবেশ নিষেধ।

ABOUT THE AUTHOR

...view details