পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"মোদিকে ক্ষমতায় আনায় কংগ্রেসের ইস্তাহারে ঠাঁই নেই মধ্যবিত্তদের" - Udaipur

কংগ্রেসের 50-60 পৃষ্ঠার ইস্তাহারে একবারের জন্যও মধ্যবিত্তশ্রেণির জন্য কোনও প্রতিশ্রুতি নেই। কংগ্রেস মনে করে 2014 সালের লোকসভা নির্বাচনে মোদিকে ক্ষমতায় এনেছে মধ্যবিত্তশ্রেণি। জনসভায় একথা বলেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি

By

Published : Apr 7, 2019, 9:19 PM IST

উদয়পুর (ত্রিপুরা), 7 এপ্রিল : কংগ্রেস মনে করে 2014 সালের লোকসভা নির্বাচনে মোদিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে দেশের মধ্যবিত্তশ্রেণি। তাই এবার তাদের ইস্তাহারে মধ্যবিত্তদের জন্য কোনও জায়গা নেই। তাদের উপর করের বোঝা চাপিয়ে শাস্তি দিতে চায় কংগ্রেস। ত্রিপুরার উদয়পুরে আজ নির্বাচনী জনসভায় একথা বলেন নরেন্দ্র মোদি।

আজ উদয়পুরের জনসভায় প্রথম থেকেই মোদির নিশানায় ছিল কংগ্রেস। তিনি বলেন, "কংগ্রেস ও কয়েকটি রাজনৈতিক দল মধ্যবিত্তশ্রেণির উপর করের বোঝা চাপিয়ে দিতে চায়। আমি মধ্যবিত্ত মানুষদের প্রশ্ন করছি, আপনারা কি চান দেশ লাইসেন্স রাজের যুগে ফিরে যাক ?"

কংগ্রেসকে মধ্যবিত্ত বিরোধী বলে কটাক্ষ করেন মোদি। বলেন, "কংগ্রেসের 50-60 পৃষ্ঠার নির্বাচনী ইস্তাহারের কোথাও মধ্যবিত্তশ্রেণির জন্য কোনও প্রতিশ্রুতি নেই।"

ABOUT THE AUTHOR

...view details