মুম্বই, ১০ মার্চ :" লোকসভা ভোটের আগে ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটানো হবে। " প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে।
ভোটের আগে ফের "পুলওয়ামা", বললেন রাজ ঠাকরে - Narendra Modi
"লোকসভা ভোটের আগে ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটানো হবে। " প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে।
![ভোটের আগে ফের "পুলওয়ামা", বললেন রাজ ঠাকরে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2653223-436-6dde035a-7aef-4587-8256-094b692222d9.jpg)
গতকাল মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার ১৩ বছর পূর্তি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রাজ ঠাকরে বলেন, "মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দু'মাসের মধ্যে ফের পুলওয়ামার জঙ্গি হামলার মতো আরেকটি ঘটনা সাজানো হবে। লোকসভা ভোট বন্ধ করা হবে। " তিনি আরও বলেন, "রাজনীতি ও রামমন্দির ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখজনক ভাবে ব্যর্থ।"
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি শ্রীনগরে CRPF-এর একটি কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ - এর এক জঙ্গি। কনভয়ে ৭০টি ভ্যান ছিল। সেই সময়ে ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি একটি ভ্যানে ধাক্কা মারে। তারপরই বিকট বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।