পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইন্দোরে কোরোনায় আক্রান্ত হয়ে ফের পুলিশ আধিকারিকের মৃত্যু

দু'দিন আগেই কোরোনায় আক্রান্ত হয়ে ইন্দোরে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছিল । আজ ফের এক পুলিশ আধিকারিকের মৃত্যু হল । এই নিয়ে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে 52 ।

Corona
কোরোনা

By

Published : Apr 21, 2020, 1:23 PM IST

ইন্দোর(মধ্যপ্রদেশ), 21 এপ্রিল : দু'দিনের মাথায় ফের ইন্দোরে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের । ইন্দোরের শ্রী অরবিন্দ হাসপাতালে তাঁর মৃত্যু হয় । 12 দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ।

উজ্জয়নে স্টেশন ইন-চার্জ হিসেবে কর্মরত ছিলেন ওই পুলিশ আধিকারিক । ইন্দোরের মুখ্য স্বাস্থ্য ও মেডিকেল আধিকারক প্রবীণ জাডিয়া বলেন, "ওই পুলিশ আধিকারিকের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়ার পরই চিকিৎসা শুরু হয় । কিন্তু তাও তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল । আমরা তাঁকে বাঁচাতে পারিনি ।"

দু'দিন আগেই জুনির একটি থানার ইন-চার্জেরও কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় । এই নিয়ে ইন্দোরে 52 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হল । মধ্যপ্রদেশের ইন্দোরেই এখনও পর্যন্ত সবথেকে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত । মৃতের সংখ্যাও এখানে বেশি ।

ABOUT THE AUTHOR

...view details