রাঁচি, 28 এপ্রিল : তিনি গত তিন সপ্তাহ ধরে লালুপ্রসাদের চিকিৎসা করছেন । সেই চিকিৎসকেরই আর এক রোগীর শরীরে কোরোনার হদিস মিলেছে । আর তারপর থেকেই আতঙ্কে ভুগছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব ।
রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসক ডঃ উমেশ প্রসাদ । গত তিন সপ্তাহ ধরে ওই হাসপাতালেই তিনি লালুপ্রসাদ যাদবের চিকিৎসা করছেন । গতকাল ওই হাসপাতালেই ভরতি উমেশ প্রসাদের আর এক রোগীর রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই চিকিৎসক ও তাঁর টিমকে কোয়ারানটিনে পাঠানো হবে । লালুপ্রসাদ একই হাসপাতালে ভরতি হলেও তিনি আলাদা ওয়ার্ডে ছিলেন । আর ওই কোরোনা আক্রান্ত 3 সপ্তাহ ধরে মেডিসিন ওয়ার্ডে ছিলেন । হাসপাতালের সমস্ত চিকিৎসক ও কর্মীর নমুনা পরীক্ষা করা হবে ।