পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"ভারতের মাটিকে রক্তাক্ত করার জন্য গোপন আঁতাত করছে চিন"

বারবার জওয়ানদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর টুইট অধীরের । ভারতের মাটিকে রক্তাক্ত করার জন্য এবার কি চিনের সঙ্গে গোপন আঁতাত করছে বিচ্ছিন্নতাবাদীরা ? উঠছে প্রশ্ন ।

Militants attacked in Manipur
ফাইল ছবি

By

Published : Jul 30, 2020, 4:28 PM IST

ইম্ফল ও দিল্লি, 30 জুলাই : ফের রক্তাক্ত উত্তর-পূর্ব । জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মণিপুরে শহিদ অসম রাইফেলের তিন জওয়ান । সূত্রের খবর, জখম হয়েছেন আরও পাঁচ জওয়ান । মণিপুরের চান্দেল জেলার ভারত-মায়ানমার সীমান্ত এলাকার ঘটনা । ইম্ফল থেকে মাত্র একশো কিলোমিটারের মধ্যে । ঘটনায় টুইট করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরির । বারবার জওয়ানদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর টুইট, "আবার রক্তাক্ত উত্তর-পূর্ব । উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আমাদের তিন জওয়ান শহিদ হয়েছেন । ভারতের মাটিকে রক্তাক্ত করার জন্য চিন এবার গোপন আঁতাত করছে । সরকারের উচিত মায়ানমারের সঙ্গে এ-বিষয়ে কথা বলা । এই বিচ্ছিন্নতাবাদীরা মায়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতার পক্ষেও বিপজ্জনক ।"

অসম রাইফেলের জওয়ানরা গত সন্ধ্যায় টহল দিচ্ছিলেন সীমান্তবর্তী এলাকায় । তখনই জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই জঙ্গিরা উত্তরপূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিপলস লিবারেশন আর্মি (PLA)-র সদস্য ।

সূত্রের খবর, জওয়ানদের লক্ষ্য করে প্রথমে IED বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা । প্রাথমিক হামলার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের হামলা । এবার এলোপাথাড়ি গুলি আর সঙ্গে গ্রেনেড লঞ্চার । অতর্কিতে হামলায় অসম রাইফেলের তিন জওয়ান শহিদ হন । জখম হয়েছেন আরও পাঁচজন ।

নিজের ফেসবুকে এই হামলার তীব্র নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং । লিখেছেন, যেভাবে কাপুরুষের মতো অসম রাইফেলের জওয়ানদের উপর হামলা হয়েছে তা তীব্র নিন্দনীয় । এই কাপুরুষতা ও নৃশংসতায় যে জওয়ানরা শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই । শহিদদের পরিবারকে জানাই আমার সমবেদনা ।"

এই প্রথম নয় । এর আগে 2015 সালের জুনেও রক্তাক্ত হয়েছিল উত্তর-পূর্ব । 18 জন জওয়ান শহিদ হয়েছিলেন । সেবারের হামলার মূলে ছিল NSCN(K) ও ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ মণিপুর (UNLF) ।

ABOUT THE AUTHOR

...view details