মুম্বই, 26 মে : কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু হল এক কন্সটেবলের । তাঁর বয়স হয়েছিল 57 বছর । এই নিয়ে মুম্বইয়ে কোরোনায় মৃত পুলিশ কর্মী- আধিকারিকের সংখ্যা বেড়ে দাঁড়াল 12 । আর সমগ্র মহারাষ্ট্রে সংখ্যাটা 18 ।
23 মে মুম্বইয়ের নায়ার হাসপাতালে ভরতি করা হয় ওই কন্সটেবলকে । ওইদিনই তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 24 মে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । তা থেকে জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । ওইদিনই মারা যান কন্সটেবল ।
ওই কন্সটেবল ওরলি পুলিশ ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন । মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের প্রশিক্ষণ শাখায় কর্মরত ছিলেন । ট্র্যাফিকের যুগ্ম পুলিশ কমিশনার মধুকর পান্ডে জানান, 55 বছরের বেশি বয়স হওয়ায় তিনি শেষ এক মাস কাজে আসেননি । আসলে গত মাসে মুম্বই পুলিশ নির্দেশ দিয়েছিল, যাঁদের বয়স 55-র বেশি তাঁরা কোরোনার সতর্কতা হিসেবে ছুটিতে থাকবেন ।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত 1 হাজার 809 জন পুলিশ কর্মী-আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । যার মধ্যে 194 জন অফিসার পদের । বর্তমানে 1 হাজার 113 টি কোরোনা সংক্রমণের কেস সক্রিয় আছে । সুস্থ হয়েছেন 678 জন ।