পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের ICDS সুপারভাইজ়ার পদের ফল প্রকাশিত - পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল

ফলাফল জানতে লগ-ইন করতে হবে http://pscwbapplication.in এই ওয়েবসাইটে৷

WBPSC examination
পাবলিক সার্ভিস কমিশনের

By

Published : Aug 29, 2020, 3:43 AM IST

Updated : Aug 29, 2020, 6:47 AM IST

দিল্লি, 29 অগাস্ট: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ICDS সুপারভাইজ়ার পদের ফলফল প্রকাশিত হল ৷ ফল প্রকাশিত হয়েছে WBPSC-র ওয়েবসাইটে৷

শুক্রবার প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়৷ প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রকের সুপারভাইজ়ার পদপ্রার্থী৷ সম্প্রতি WBPSC মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রকের 2954 টি সুপারভাইসার পদের জন্য পরীক্ষা নেয়৷ তারই ফল প্রকাশিত হল শুক্রবার৷

পরীক্ষার ফল জানতে লই-ইন করতে হবে http://pscwbapplication.in এই ওয়েবসাইটে৷

Last Updated : Aug 29, 2020, 6:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details