দিল্লি, 28 জানুয়ারি : অধিকার ছিনিয়ে নিতে যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত । বয়সকে উড়িয়ে দেন ফুৎকারে । তিনি আন্না হাজারে । ফের একবার সাহসী পদক্ষেপ । কৃষকদের সমর্থনে 30 জানুয়ারি মহারাষ্ট্রের আহমেদ নগরের রালেগাঁও সিদ্ধিতে অনশন আন্দোলন শুরু করছেন তিনি ।
গান্ধিবাদী অনশন আন্দোলনের জন্যই পরিচিতি আন্নার । দীর্ঘ আন্দোলন, অনশনের পর কার্যত তাঁর চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে । সেই আন্না হজারে এবার দিল্লিতে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন । ইতিমধ্যেই, দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে ট্র্যাক্টর সমাবেশের ঘটনায় আহত হয়েছেন তিনশোর বেশি পুলিশকর্মী । মৃত্যু হয়েছে এক কৃষকের । সমাজকর্মী আন্না হাজারে অনশন আন্দোলনের ডাক দিয়ে তাঁর সমর্থকদের নিজ নিজ জায়গায় প্রতিবাদ করার আহ্বান জানান ।