দিল্লি, ২০ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্ট আজ অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে। পাশাপাশি, রিলায়েন্স টেলিকম চেয়ারম্যান সতীশ শেঠ ও রিলায়েন্স ইনফ্রাটেলের চেয়ারপার্সন ছায়া ভিরানিকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের তিনজনকে ৪৫৩ কোটি টাকা দিতে হবে। সেই শর্ত পূরণ করতে না পারলে তাঁদের তিনমাস জেল খাটতে হবে। এছাড়াও তাঁদের প্রত্যেককে একমাসের মধ্যে এক কোটি টাকা জরিমানা দিতে হবে। তা দিতে না পারলে আরও একমাসের জেল হবে তাদের।