পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেসরকারি চাকরির 75 শতাংশই পাবে রাজ্যবাসী, বিল পাশ অন্ধ্রপ্রদেশে

অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, রাজ্যের বিভিন্ন কারখানা, শিল্প, যৌথ উদ্যোগ বা PPP প্রকল্পে স্থানীয় যুবক-যুবতিদের 75 শতাংশ সংরক্ষণ থাকবে ।

বিল পাশ অন্ধ্রপ্রদেশে

By

Published : Jul 23, 2019, 5:14 PM IST

অমরাবতী, 23 জুলাই : বেসরকারি চাকরির 75 শতাংশই পাবেন রাজ্যের বাসিন্দারা ৷ এই সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার । দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশই প্রথম রাজ্য, যেখানে এই ধরনের সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হল ।

সংরক্ষণ সুনিশ্চিত করতে গতকাল অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেট ইন ইন্ডাস্ট্রি/ফ্যাক্টরি অ্যাক্ট, 2019 বিলটি পাশ করা হয় । এর ফলে চাকরির সন্ধানে সেই রাজ্যের যুবক-যুবতিদের আর অন্য কোনও রাজ্যে যেতে হবে না । রাজ্যের নয়া আইন অনুযায়ী, যদি কোনও সংস্থা দেখে যোগ্যতা অনুযায়ী কর্মচারী পাচ্ছে না তাহলে স্থানীয় যুবক-যুবতিদের রাজ্য সরকারের সহায়তায় প্রশিক্ষণ দিতে হবে । তারপর সেই তাদের চাকরি দিতে হবে ৷

বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের ফলে কোনও সংস্থাই দাবি করতে পারবে না যে যোগ্য কর্মীর অভাবে অন্য রাজ্য থেকে কর্মচারী নিয়োগ করতে তারা বাধ্য হয়েছে । নতুন এই আইনটি প্রণয়ন হওয়ার তিন বছরের মধ্যে প্রতিটি কম্পানিকে এই নিয়ম মানতে হবে এবং প্রতি তিন মাসে সরকারকে সেই মতো নথিও জমা দিতে হবে ।

লোকসভা নির্বাচনের আগে জগনমোহন রেড্ডি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্থানীয় যুবক-যুবতিদের চাকরির জন্য কোটা চালু করবেন । সেই মতো নতুন এই বিল আনল তাঁর সরকার ।

ABOUT THE AUTHOR

...view details