পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক পরিণত হচ্ছে পরিশোধিত তেলে, নজির অন্ধ্রের পড়ুয়াদের - অন্ধ্রপ্রদেশ

প্লাস্টিকের কথা বললেই আনুষঙ্গিকভাবে যে শব্দ চলে আসে তা দূষণ । সেই দূষণ রোধে অন্য নজির অন্ধ্রপ্রদেশে ৷ সেই পথে হেঁটে প্লাস্টিক বর্জ্য থেকে অপরিশোধিত তেল তৈরির উপায় বের করেছেন বিজয়ওয়াড়ার KBN কলেজের স্নাতকোত্তরের তিন ছাত্র ।

waste plastic
প্লাস্টিক থেকে তেল

By

Published : Jan 21, 2020, 8:59 AM IST

বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ) : প্লাস্টিকের কথা বললেই দূষণ ছাড়া আর কিছু মনে পড়ে না । সেই দূষণ রোধে দেশের বিভিন্ন প্রান্তে নানা পদক্ষেপ করতে দেখা গেছে ৷ সেই পথে হেঁটে প্লাস্টিক বর্জ্য থেকে অপরিশোধিত তেল তৈরির উপায় বের করেছেন বিজয়ওয়াড়ার KBN কলেজের স্নাতকোত্তরের তিন ছাত্র ।

প্রতিদিন হাজার টন প্লাস্টিক বর্জ্য নষ্ট করা হচ্ছে । তার মধ্যে কিছু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং কিছু মজবুত প্লাস্টিকের পাইপ ও ঢাকনা ।

ভিনাইল ক্লোরাইডকে পলিমারাইজ়েশনের মাধ্যমে উচ্চমানের প্লাস্টিক তৈরি হয় । বোতলের ঢাকনা ও পাইপও এই একই উপাদান থেকে তৈরি হয় । এগুলো যেখানে সেখানে ফেলে দূষণের মাত্রা বাড়ছে ৷ আর ঠিক তখনই এই জিনিসগুলোকে পুনর্ব্যবহার করে পেট্রল উৎপাদন করার পথ খুঁজে পেয়েছেন স্নাতকোত্তরের তিন ছাত্র ।

প্লাস্টিক পরিণত হচ্ছে তেলে

শিবা, পবন কুমার এবং হরিশ কুমার জৈব রসায়নের স্নাতকোত্তরের ছাত্র । তাঁরাই প্লাস্টিক বর্জ্য থেকে পরিশোধিত তেল উৎপাদনে সফল হয়েছে । PVC প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে তা থেকে নির্গত বাষ্প থেকে এই পরিশোধিত তেল তৈরি করেছে তারা ।

ETV ভারতের সঙ্গে কথা বলার সময় শিবা বলেন, "আমরা প্লাস্টিক বর্জ্য থেকে অপরিশোধিত তেল বের করতে পারছি । এই কাজটি দুটি পদ্ধতিতে হয় । যখন আমরা পলিভিনাইল ক্লোরাইডকে গরম করছি তখন তা থেকে অপরিশোধিত তেল নির্গত হচ্ছে । পরে পাইরোলিসিস প্রক্রিয়ায় এই তেল থেকে নির্গত হচ্ছে পেট্রল । "

পাইরোলিসিস প্রক্রিয়ায় এই পরিশোধিত তেল থেকে পেট্রল ও ডিজ়েল উৎপাদিত হচ্ছে । ওই তিন পডু়য়ার বক্তব্য, 2 কিলো প্লাস্টিক বর্জ্য থেকে 100 গ্রাম অপরিশোধিত তেল উৎপাদিত হচ্ছে ।

KBN কলেজের রসায়ন বিভাগের প্রধান ডঃ কৃষ্ণবেনি বলেন, "এই প্রকল্পের জন্য পড়ুয়ারা খুব নিষ্ঠার সঙ্গে কাজ করছে । আমাদের প্রোজেক্টের মাধ্যমে প্লাস্টিক থেকে অপরিশোধিত তেল তৈরি করা হচ্ছে । এই প্রোজেক্টে আমরা পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক ব্যবহার করেছি । আর 200-400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাইরোলিসিস প্রক্রিয়ায় তা থেকে অপরিশোধিত তেল তৈরি করেছি । বিভিন্ন রাসায়নিক পদ্ধতির মাধ্যমে এই তেল থেকে পেট্রল বা ডিজ়েল তৈরি সম্ভব । আর এই পদ্ধতিতে উৎপন্ন পেট্রলের দাম হবে 30-40 টাকা প্রতি লিটার । আমরা PVC পাইপের বর্জ্য অংশ ব্যবহার করে এগুলি তৈরি করছি । আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করেছি । কিন্তু PVC পাইপ থেকেই সবথেকে ভালো ফল পাওয়া গেছে । "

ABOUT THE AUTHOR

...view details