দিল্লি, 23 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করেন । এবং পোলাভরাম প্রজেক্টটি সম্পূর্ণ করতে দ্রুত অর্থ প্রদানের অনুরোধ করেন । কৃষ্ণা নদীর উপর অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা হয় এই দুই নেতার মধ্যে ।
পোলাভরাম প্রকল্প নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব পোলাভরাম প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে তহবিল বরাদ্দ করার জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে কথা বলেন ।
15 সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন পোলাভরাম প্রজেক্ট সম্পর্কিত তহবিল অন্ধ্রপ্রদেশকে দ্রুত দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কাজ করছে । রাজ্যসভায় জ়িরো আওয়ারে এই বিষয়ে সীতারমন বলেছিলেন, রাজ্যের অর্থমন্ত্রীর সাথে আলোচনা চলছে এবং বকেয়া অর্থ দেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যোগাযোগ করছেন।
সীতারমন আরও বলেছিলেন, ওই প্রকল্পের CAG অডিট রিপোর্ট কেন্দ্রীয় সরকার পেয়েছে । আজ আরেকবার এই সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি আলোচনা করেন । পাশাপাশি কৃষ্ণা নদীর উপর অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা হয় ।