দিল্লি, 2 ডিসেম্বর : গুজরাতিরা অনুপ্রবেশকারী ? তাহলে ইতালীয় কী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুপ্রবেশকারী বলে মন্তব্য করার পর অধীররঞ্জন চৌধুরিকে এভাবেই আক্রমণ করলেন BJP-র মুখপাত্র সম্বিত পাত্র ।
এই মন্তব্যের পরই চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে । একাংশের প্রশ্ন, তাহলে কি নাম না করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে কটাক্ষ করলেন সম্বিত?
আরও পড়ুন : দিল্লিতে নরেন্দ্র মোদি আর অমিত শাহ অনুপ্রবেশকারী : অধীর
আজ অধিবেশনের জ়িরো আওয়ারে NRC ইশুতে সরব হয় সংসদ । অধীররঞ্জন চৌধুরি বলেন, "আমার পরিবার বাংলাদেশ থেকে এসেছে ।" পরে সাংসদদের বাক-বিতণ্ডায় কিছুক্ষণের জন্য মুলতুবিও রাখা হয় অধিবেশন । পরে অধীররঞ্জন চৌধুরি বলেন,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী ৷ তাঁদের বাড়ি গুজরাতে হলেও তাঁরা এখন দিল্লিতে বসবাস করেন ৷"
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অধীর আরও বলেন,"ভারত সকলের জন্য ৷ এটা কারও সম্পত্তি নয় । এখানে হিন্দু, মুসলমান ও অন্যান্য সব সম্প্রদায়ের লোক একসঙ্গে বসবাস করে ৷ কিন্তু মুসলিমদের ভয় দেখানো হচ্ছে যে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে ৷ তবে BJP-র তা করার ক্ষমতা নেই ৷"
এরপরই BJP-র মুখপাত্র সম্বিত পাত্র বলেন, "গুজরাতিরা অনুপ্রবেশকারী ? তাহলে ইতালীয় কী?" অধীররঞ্জন চৌধুরিকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে BJP । এই প্রসঙ্গে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, "কংগ্রেসদের নিজেদের নেতাই একজন অনুপ্রবেশকারী । তাই তারা অন্যদের একইভাবে আক্রমণ করছে । দেশের মানুষ, যারা মোদিকে নির্বাচিত করেছেন এটা তাঁদেরও অপমান । কংগ্রেস নেতার নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত ।"