মেরঠ, 13 সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের মেরঠের পাণ্ডব টিলায় সাফাই কার্য চলার সময় পুরনো যুগের বাসনপত্র, মাটির পাত্র, হাড়গোড় প্রভৃতির ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে । বিশেষজ্ঞদের মতে, উদ্ধার হওয়া জিনিসগুলি মহাভারত বা হরপ্পা যুগের । তারা জানিয়েছে, অতীতে এই জায়গাটি কখনও খনন করা হয়নি ।
একটি পাত্রে বিভিন্ন ধরনের মাটি ও কয়লা পাওয়া গেছে । যা বিশেষজ্ঞদেরও অবাক করেছে । উদ্ধার হওয়া জিনিসগুলি হস্তিনাপুরের প্রত্নতত্ব বিভাগের হতে তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই বিষয়ে অবগত করা হয়েছে ।