দিল্লি, 1 জানুয়ারি : মোদি সরকারের আর্থিক নীতির অন্যতম কট্টর সমালোচক তিনি । বার বার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন । বেকারত্ব থেকে শুরু করে বিভিন্ন নীতি নির্ধারণ, কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম । ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তুলে ধরলেন নিজের মতের স্বপক্ষে যুক্তি দিলেন । সাক্ষাৎকার নিলেন বৈথিস্বরণ বি ।
ETV ভারত (প্রশ্ন) : আপনি বলেছেন, দেশের বর্তমান অর্থনীতি ICU-তে চলে গেছে । কিন্তু সরকার তা অস্বীকার করেছে । সরকারের দাবি, বর্তমানের সংস্কারের ভালো ফল মিলছে । আপনার মত কী ?
চিদম্বরম (উত্তর) : আমি ICU শব্দটি ব্যবহার করিনি । আসলে এটি ব্যবহৃত হয়েছিল মুখ্য মাস কয়েক আগে । মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মনমের এক সাক্ষাৎকারে । সেই সাক্ষাৎকারের ভিত্তিতে আমি প্রশ্ন রেখেছিলাম । কিন্তু উত্তর পাইনি ।
আসলে এই সরকার ধাপ্পাবাজি, তর্জন-গর্জনের সরকার । এরা আসল তথ্য তুলে ধরতে চায় না । এজন্যই এই সরকার বলছে, আর্থিক স্বাস্থ্য ভালো । আমি ভীত । শুধু আমি নই, কেউ বিশ্বাস করবেন না দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে ।
প্রশ্ন : সরকারের বর্তমান আর্থিক সংস্কার নিয়ে কী বলবেন ? কর্পোরেট কর কমানো হয়েছে । আপনার মত কী ?
উত্তর : আমি মনে করি না, কর্পোরেট কর কমানোটা কোনও সংস্কার । আসলে, এটি একটি ভুল পদক্ষেপ । এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে । কর যদি কমাতেই হত তাহলে পরোক্ষ কর কমাতে হত । কর্পোরেট কর প্রত্যক্ষ কর । এটি বর্ধনশীল । এই কর কমানো ভুল পদক্ষেপ ।
প্রশ্ন : সরকার যে তথ্য পরিসংখ্যান দিচ্ছে তা সঠিক নয় বলে আপনি মন্তব্য করেছেন । কেন্দ্র ইতিমধ্যে বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করেছে তদন্তের জন্য । আপনি কী বলবেন ?