শিশুরা কোনও ভুল করলে বড়রাই তাদের সঠিক পথে নিয়ে আসেন । তারা ভুল করে অসহনীয় তাপমাত্রার মুখোমুখি হতে পারে, যা তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করবে । বর্তমান গবেষণায় প্রমাণিত, শিশুদের বর্তমান প্রজন্ম বিশেষ করে ভারতের শিশুরা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে পড়তে পারে ৷ এর অন্যতম কারণ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন । উল্লেখ্য, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বিশ্বব্যাপী বাড়তে থাকা উত্তাপ নিয়ন্ত্রণ করতে না পারলে খাদ্য ঘটতি, মহামারি, বন্যার মতো পরিস্থিতি আরও বাড়তে থাকবে ।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিকূলতার সম্মুখীন হবে শিশুরা - an entire generation of children will suffer adversities
বিজ্ঞান সংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে । বিশ্ব ব্যাঙ্ক এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থা 35 টি সংস্থার 120 জন বিশেষজ্ঞের মতামতের প্রেক্ষিতে 41টি বিষয়ের কথা উল্লেখ করেছে । এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞানসংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ । আগামী প্রজন্ম অসাবধানতাবশত বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফল ভুগবে ৷ যদি না প্যারিস চুক্তি অনুসারে কম করে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানোর জন্য এখনই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ না করি । এর ফল ভুগতে হবে ছোটোদের ।
![বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিকূলতার সম্মুখীন হবে শিশুরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5134861-thumbnail-3x2-global.jpg)
বিজ্ঞান সংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে । বিশ্ব ব্যাঙ্ক এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থা 35 টি সংস্থার 120 জন বিশেষজ্ঞের মতামতের প্রেক্ষিতে 41টি বিষয়ের কথা উল্লেখ করেছে । এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞানসংক্রান্ত সাপ্তাহিক জার্নাল দা লানসেট-এ । আগামী প্রজন্ম অসাবধানতাবশত বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ফল ভুগবে ৷ যদি না প্যারিস চুক্তি অনুসারে কম করে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানোর জন্য এখনই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ না করি । এর ফল ভুগতে হবে ছোটোদের । বর্তমানে যে হারে কার্বন নির্গত হচ্ছে, তাতে প্রতিনিয়ত বিশ্বব্যাপী তাপমাত্রা মারাত্মক হারে বেড়ে চলেছে । তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়ার কারণে একাধিক রোগের প্রকোপ দেখা যাচ্ছে, যেমন ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের বাড়বাড়ন্ত চোখে পড়ছে । ফুসফুস, হৃদযন্ত্র এবং স্নায়ুরোগের পরিমাণ বাড়ছে । গত তিন দশকে শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পরিমাণ দ্বিগুণ হয়েছে ।
বর্তমানে নবজাতকদের মধ্যে বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া বন্যা , দুর্ভিক্ষের মত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা বাড়বে ৷ 2001 থেকে 2004-এর মধ্যে বিশ্বব্যাপী 196টি দেশের মধ্যে 152টি দেশের মানুষ দাবানলের সাক্ষী থেকেছেন । দাবানল শুধু প্রাণহানি ঘটায় না, এর ফলে সম্পত্তির প্রচুর ক্ষতি হয়, জমির ভারসাম্য নষ্ট হয় । ভারতে বনাঞ্চলে আগুন 2.1 কোটি মানুষের প্রাণহানি ঘটিয়েছে । ভারতের মতো দেশ যার জনসংখ্যা অনেক, সেখানে পরিবেশ পরিবর্তন মারাত্মক প্রভাব ফেলে । অন্যতম এক বিশেষজ্ঞ পূর্ণিমা প্রভাকরণ দা লানসেট-এর এক প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, ভারতে পেট খারাপের পরিমাণ আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে । তাঁর মতে, তাপপ্রবাহ 2015 সালে হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছিল ৷ আগামী দিনে সাধারণ ঘটনায় পরিণত হবে । বিশ্ব উষ্ণায়ন আমাদের শিশুদের প্রাণহানির কারণ হয়ে উঠবে । আমরা যদি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না করি তাহলে আগামী প্রজন্মকে মারাত্মক ভবিষ্যতের ঠেলে দেওয়ার জন্য আমরাই দায়ী থাকব ।