পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মণিপুরে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা 5.5 - মণিপুরে ভূমিকম্প

উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে ভূমিকম্প । রিখটার স্কেলে মাত্রা ছিল 5.5 । মণিপুর ছাড়াও উত্তর-পূর্ব ভারতের একাধিক অংশে এই ভূমিকম্প অনুভূত হয় ।

Earthquake
ভূমিকম্প

By

Published : May 26, 2020, 10:26 AM IST

মৈরাং(মণিপুর), 26 মে : ভূমিকম্প উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে । গতরাত 8 টা 12 মিনিটে ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে মাত্রা ছিল 5.5 । মণিপুর ছাড়াও উত্তর-পূর্ব ভারতের একাধিক অংশে কম্পন অনুভূত হয় । অসমের গুয়াহাটি ও অন্যান্য জায়গায় কম্পন অনুভূত হয় ।

ভূমিকম্পের উৎস ছিল, মণিপুরের বিষ্ণপুর জেলার মৈরাং শহরের 15 কিলোমিটার পশ্চিমে । বিষ্ণপুর জেলারই এক বাসিন্দা বলেন, "যখম কম্পন অনুভূত হয় তখন এলাকার অনেক মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ।" ইম্ফলের বাসিন্দাদেরও একই অভিজ্ঞতা । তবে, ভূমিকম্পে কোনও ক্ষতি হয়নি বা কারও মৃত্যু হয়নি ।

ন্যাশনাল সেন্টার অফ সেইসমোলজির রিপোর্ট অনুযায়ী, 22 মে মণিপুরের দুটি জায়গায় খুব কম মাত্রার ভূমিকম্প হয়েছিল । মণিপুরের প্রায় সব জেলাই ভূমিকম্প প্রবণ । 2016 সালের 4 জানুয়ারি মণিপুরে যে ভূমিকম্প হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল 6.7 । তাতে আটজনের মৃত্যু হয়েছিল । একাধিক বাড়ি ও স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়েছিল । ওই ভূমিকম্পে ইম্ফলের "ইমা কেইথেল" নামক ঐতিহ্যবাহী বাজারটিও ক্ষতিগ্রস্ত হয় ।

ABOUT THE AUTHOR

...view details