শ্রীনগর, 11 জুন : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের রাজৌরিতে গুলি পাকিস্তানি সেনার । এক ভারতীয় জওয়ান । জখম আরও এক জন । পাকিস্তানের ছোড়া মর্টার শেলে জখম হয়েছেন একজন স্থানীয় বাসিন্দাও ।
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রাজৌরিতে গুলি পাকিস্তানি সেনার, শহিদ জওয়ান - Cease Fire violation in rajouri
গতকাল রাত থেকেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছোড়ে পাকিস্তানি সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও ।
গতকাল রাত থেকেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার মাঞ্জাকোট সেক্টরে গুলি ও মর্টার শেল ছুড়তে থাকে পাকিস্তানের সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । গতকাল রাত থেকেই সেখানে চলছে গুলির লড়াই । পাকিস্তানের ছোড়া মর্টাল শেলে গুরুতর জখম হন এক স্থানীয় বাসিন্দা । তাঁকে হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পর শেল বের করা হয় ।
এদিকে আজ ভোরে পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ হন এক ভারতীয় জওয়ান । জখম হয়েছেন আরও একজন । তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এখনও চলছে গুলির লড়াই ।