দিল্লি, 27 ফেব্রুয়ারি : যখন বাড়িতে আগুন লাগে, সেই সময় চার তলায় ছিলেন 85 বছরের আকবরি । একদল লোক তাঁদের গামরি এক্সটেনশনের বাড়িতে আগুন লাগিয়ে দেয় । পুড়ে যেতে থাকে বাড়ির নিচের তলার দোকান । আগুন উঠতে থাকে উপরের দিকে । কিন্তু, পালাতে পারেননি ওই বৃদ্ধা । শরীরের কিছু অংশ পুড়ে যায় । শেষ পর্যন্ত বাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর । ছেলে সইদ সলমনি রাস্তাতেই শুনেছিলেন একদল লোক তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে । খবর পেয়েই ছুটে আসছিলেন বাড়ির দিকে । কিন্তু, এসে দেখেন সব শেষ ৷ বাড়ি পুড়েছে ৷ মারা গেছে তাঁর বৃদ্ধা মা'ও ৷ মায়ের এই পরিণতি নিয়ে সলমনি বলেন, "আমার বৃদ্ধা মা পালাতে পারেনি ।"
রবিবার থেকে সলমনিদের পার্শ্ববর্তী এলাকায় সংঘর্ষ বাঁধে । হিংসার আঁচ ছড়িয়ে পড়ে গামরি এক্সটেনশনেও । মঙ্গলবার সকালে সলমনির সন্তানরা জানায় তাদের খিদে পেয়েছে । বাড়িতে দুধ নেই । সকাল 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দুধ কিনতে যান সলমনি । বাড়ি ফেরছিলেন সলমনি ৷ সেই সময় ফোন পান ৷ বাড়ি থেকেই এসেছিল ফোন ৷ ফোনে তাঁকে জানানো হয়, 150-200 লোক তাঁদের বাড়ি ঘিরে ফেলেছে । দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করছে । দুষ্কৃতীরা হিন্দু না মুসলিম তা তারা জানে না ৷ তারা দরজা ভেতর বন্ধ করে রেখেছে ।
সলমনি বলেন, "আমার মা চারতলায় ছিলেন । আমার চার সন্তান নিচে ছিল । ওরা দেখে একদল মানুষ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরামর্শ করছে । আমার চার সন্তানের মধ্যে দুই মেয়ে ।"