অ্যামিটি JEE 2020 পরীক্ষা বাতিল : সর্বশেষ আপডেট অনুযায়ী , অ্যামিটি JEE 2020 প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অ্যামিটি বিশ্ববিদ্যালয় । তার বদলে ভিডিয়ো ইন্টারভিউয়ের ভিত্তিতে বিকল্প ভরতি প্রক্রিয়া হবে । বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন কোর্সে যে প্রার্থীরা ভরতি হতে চাইছেন , তাঁদের ভিডিয়ো ইন্টারভিউয়ের আকারে করা প্রশ্নের উত্তর জমা দিতে হবে । তার ভিত্তিতে ছাত্রছাত্রীরা নির্বাচিত হবেন ।
COVID -19 মহামারী পরিস্থিতির জেরেই বিশ্ববিদ্যালয়কে অ্যামিটি JEE 2020 প্রবেশিকার বদলে এই অভিনব পদক্ষেপ করতে হয়েছে । অ্যাডমিশন মাইক্রোসাইটের মাধ্যমে ভিডিয়ো ইন্টারভিউয়ের প্রশ্ন জানা এবং ইন্টারভিউ আপলোড করা যেতে পারে ।
https://amity.edu/pdf/FAQs_Selection_Process_Noida_Campus.pdf
প্রার্থীর উপস্থিতির প্রয়োজন নেই
নতুন এই বাছাই ও নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীকে ভরতি প্রক্রিয়ার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই । নতুন পদ্ধতিতে , প্রার্থীরা ওয়েবসাইটে দেওয়া প্রশ্নের ভিত্তিতে নিজেদের একটি ভিডিয়ো ইন্টারভিউ রেকর্ড করবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটে জমা দেবেন । ভিডিয়ো ইন্টারভিউতে তিনটি প্রশ্ন থাকবে -