পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত অমিতাভ ও অভিষেক - নানাবতী হাসপাতাল

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন । অভিষেক বচ্চনের শরীরেও মিলেছে ভাইরাসের হদিস ৷

ছবি
ছবি

By

Published : Jul 11, 2020, 10:59 PM IST

Updated : Jul 12, 2020, 10:35 PM IST

মুম্বই, 11 জুলাই : কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন । আজ সন্ধ্যায় অমিতাভকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় । নিজেই টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অভিনেতা । এর কিছুক্ষণ পরে জানা যায়, অভিষেক বচ্চনও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

অমিতাভের টুইটবার্তা, "আমি কোরোনায় সংক্রমিত হয়েছি । হাসপাতালে ভরতি রয়েছি । পরিবারের বাকিদের ও অন্য কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে । তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি । বিগত 10 দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি অনুগ্রহ করে নিজেদের সোয়াবের নমুনা পরীক্ষা করান।"

অমিতাভের টুইটের কিছুক্ষণ পরই টুইট করেন অভিষেক বচ্চন ৷ তিনি লেখেন, "আজ আমি ও আমার বাবা দু'জনেই কোরোনায় আক্রান্ত হয়েছি ৷ আমাদের দু'জনের শরীরেই কোরোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ আমরা হাসপাতালে ভরতি রয়েছি ৷ যাঁরা আমাদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোরোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি ৷ " পাশাপাশি টুইটে তিনি সকলকে শান্ত থাকার অনুরোধও করেন ৷

অমিতাভ ও অভিষেক বচ্চনের কোরোনায় আক্রান্ত হওয়া নিয়ে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, অমিতাভ ও অভিষেক বচ্চনের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে । পরিবারের বাকি সদস্যদের পরীক্ষা করানো হয়েছে । কাল রিপোর্ট সামনে আসবে ।

অমিতাভ বচ্চনের কোরোনা আক্রান্ত হওয়ার পরেই সামনে আসে একটি ভিডিয়ো ৷ ভিডিয়োটিতে এই প্রতিকূল পরিস্থিতিতেও কোরোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন অমিতাভ বচ্চন ৷

প্রসঙ্গত, অমিতাভকে শেষবার দেখা গেছে সুজিত সরকারের গুলাবো সিতাবো ছবিতে । লকডাউনের কারণে অভিনেতা বাড়িতেই ছিলেন । তবে তাঁর শুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র নিয়ে। এই ছবিতে কাজ করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

Last Updated : Jul 12, 2020, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details