মুম্বই, 11 জুলাই : কোরোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন । আজ সন্ধ্যায় অমিতাভকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় । নিজেই টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অভিনেতা । এর কিছুক্ষণ পরে জানা যায়, অভিষেক বচ্চনও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
অমিতাভের টুইটবার্তা, "আমি কোরোনায় সংক্রমিত হয়েছি । হাসপাতালে ভরতি রয়েছি । পরিবারের বাকিদের ও অন্য কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে । তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি । বিগত 10 দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি অনুগ্রহ করে নিজেদের সোয়াবের নমুনা পরীক্ষা করান।"
অমিতাভের টুইটের কিছুক্ষণ পরই টুইট করেন অভিষেক বচ্চন ৷ তিনি লেখেন, "আজ আমি ও আমার বাবা দু'জনেই কোরোনায় আক্রান্ত হয়েছি ৷ আমাদের দু'জনের শরীরেই কোরোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ আমরা হাসপাতালে ভরতি রয়েছি ৷ যাঁরা আমাদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোরোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি ৷ " পাশাপাশি টুইটে তিনি সকলকে শান্ত থাকার অনুরোধও করেন ৷