দিল্লি, 13 ডিসেম্বর : তপ্ত মেঘালয় । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে চলছে বিক্ষোভ । রাজধানী শিলং-এর কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ । এই পরিস্থিতিতে শিলং ও অরুণাচল প্রদেশ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার শিলং-এ উত্তর-পূর্ব পুলিশ অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর । কিন্তু সেখানে যাচ্ছেন না তিনি । আগামীকাল ঝাড়খণ্ড যাচ্ছেন অমিত শাহ । সেখানে নির্বাচনী প্রচারে যোগ দেবেন তিনি ।
নাগরিক (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ চরম আকার নিয়েছে মেঘালয়ে । দু'দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেখানে । শিলং-এ একাধিক জায়গায় জারি রয়েছে কারফিউ । বিক্ষোভ চলাকালীন সেখানে দু'টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা । বনধের জেরে শিলং-এর পুলিশ বাজার এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ । অন্যদিকে রাস্তায় মশাল মিছিল করছে বিক্ষোভকারীরা । শিলং থেকে 250 কিলোমিটার দূরে উইলিয়ামনগরে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে ঘিরে ধরে আজ বিক্ষোভ দেখায় কিছু লোক । মেঘালয় পুলিশ টুইটবার্তায় বাসিন্দাদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন । পাশাপাশি বলা হয়েছে, কেউ যেন কোনও গুজব না ছড়ায় ।