দিল্লি, 11 নভেম্বর : বিহারের গণনা প্রায় শেষ পর্যায়ে ৷ এখনও পর্যন্ত 234 টি আসনের গণনা শেষ ৷ বাকি আর 9 টি আসনের ফলাফল ৷ এখনও পর্যন্ত এককভাবে 69 টি আসনে জিতে রয়েছে BJP ৷ আরও পাঁচটি কেন্দ্রে এগিয়ে রয়েছে তারা ৷ এগিয়ে রয়েছে NDA জোটও ৷ জয় নিশ্চিত বলেই ধরে নিয়েছেন BJP নেতারা ৷ এই পরিস্থিতিতে টুইট অমিত শাহ-র ৷ অভিনন্দন জানালেন দলীয় কর্মীদের ৷
টুইটারে অমিত শাহ লেখেন, "বিহারের প্রতিটি প্রান্ত জাতপাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে ৷ গ্রহণ করেছে NDA-র উন্নয়নের রাজনীতিকে ৷ এটি বিহারের প্রত্যেক মানুষের আশা-আকাঙ্ক্ষার জয় । এটি প্রধানমন্ত্রী মোদি এবং নীতীশ কুমারের নেতৃত্বে জোড়া উন্নয়নের জয় । আমি এই জয়ের জন্য প্রত্যেক BJP কর্মীকে অভিনন্দন জানাতে চাই ৷"