পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত অমিত শাহ - কোরোনা নিউজ আপডেটস

অমিত শাহ
অমিত শাহ

By

Published : Aug 2, 2020, 4:49 PM IST

Updated : Aug 2, 2020, 8:49 PM IST

20:47 August 02

দিল্লি, 2 অগাস্ট : কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিছুক্ষণ আগে তিনি নিজে টুইট করে জানান একথা । আপাতত সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন ।

16:53 August 02

টুইট তিনি লেখেন, "প্রাথমিক কিছু লক্ষ্ণণ দেখায় আমি কোরোনার টেস্ট করিয়েছি । তারপর জানতে পারি রিপোর্ট পজ়িটিভ । আমার শরীর আপাতত ঠিক আছে । কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা তাড়াতাড়ি আইসোলেশনে যান এবং নিজেদের কোরোনা টেস্ট করান ।" এরপর বিকেল 4টা 24 মিনিট নাগাদ গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভরতি হন তিনি । বর্তমানে মেদান্তার 14 তলায় রয়েছেন । তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাঃ সুশীলা কটারিয়া ।

16:48 August 02

স্বরাষ্ট্রমন্ত্রীর কোরোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । টুইটে তিনি জানান, একদিন আগেই দেখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে । চিকিৎসকদের পরামর্শে আপাতত আমি পরিবারের সদস্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখছি। শীঘ্রই কোরোনা পরীক্ষা করাব । 31 জুলাই অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন নিশীথ প্রামাণিক ও সৌমিত্র খাঁ। তাঁরাও 14 দিনের কোয়ারানটিনে যাচ্ছেন ।

অমিত শাহর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরই জানা যায়, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ বচ্চন । ছেলে অভিষেক টুইট করে বাবার সুস্থ হয়ে ওঠার খবর জানান । এদিকে কোরোনায় আক্রান্ত হয়ে আজ উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী কমলারানি বরুণ ।  বয়স হয়েছিল 62 ।    

আজ 17 লাখ পেরিয়েছে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় সংক্রমিত 54 হাজার 736 জন । এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 17 লাখ 50 হাজার 714 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 853 জনের । যা নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল 37 হাজার 364 ।এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 11 লাখেরও বেশি মানুষ ।

Last Updated : Aug 2, 2020, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details