পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খট্টরকে তলব অমিত শাহর - হরিয়ানা বিধানসভা ফলাফল

হরিয়ানায় নির্বাচনের ফলাফলের বর্তমান পরিস্থিতি দেখে মনোহর লাল খট্টরকে দিল্লিতে তলব করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷

অমিত শাহ

By

Published : Oct 24, 2019, 2:26 PM IST

দিল্লি, 24 অক্টোবর : হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে দিল্লিতে তলব করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের গণনা এখনও শেষ হয়নি ৷ এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা গেছে, BJP ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, হরিয়ানায় কংগ্রেস বা BJP কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না ৷ তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে ৷ সেকারণেই নিজের পূর্ব নির্ধারিত ইভেন্ট বাতিল করে খট্টরকে তলব করেছেন অমিত শাহ ৷

BJP সূত্রে খবর, নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে পর্যালোচনার জন্য খট্টরকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ ৷ আজ দুপুরেই অমিত শাহর সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছবেন খট্টর ৷

হরিয়ানায় ভালো ফল করছে JJP ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, JJP হরিয়ানায় সরকার গঠনের কিং মেকার হতে চলেছে ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই না কি কংগ্রেস ও BJP দুই দলই JJP-র সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে ৷ যদিও, BJP-র তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details