দিল্লি, 6 অগাস্ট : রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
বিল পেশের পরই বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, "নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷ জম্মু ও কাশ্মীর ইশু 1948 থেকে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষণে রয়েছে ৷ তাহলে একে আমরা কি বলব অভ্যন্তরীণ না আন্তর্জাতিক ? সিমলা চুক্তি ও লাহোর সমঝোতা দুটিই কি দ্বিপাক্ষিক না অভ্যন্তরীণ বিষয় ?" কয়েকদিন আগে অ্যামেরিকান বিদেশসচিব মাইক পম্পিওর সাথে বিদেশ মন্ত্রী এস জয়শংকরের আলোচনার প্রসঙ্গ তুলে অধীর প্রশ্ন তোলেন, "যখন বিদেশ মন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন, কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক বিষয় ৷ এবং কোনও বাইরের প্রভাব এতে বরদাস্ত করা হবে না, তখন বিষয়টি কি আর অভ্যন্তরীণ থাকে?"