পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিয়ম মেনেই কি জম্মু ও কাশ্মীর ভাগ? অমিতের কাছে জবাব চাইলেন অধীর - জম্মু ও কাশ্মীর বিল

বিল পেশের পরই বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, "নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷" বলেন, "জম্মু ও কাশ্মীর ইশু 1948 থেকে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষণে রয়েছে ৷ তাহলে একে কেন অভ্যন্তরীণ বিষয় বলছেন ?"

ছবি সৌজন্য : রাজ্যসভা TV

By

Published : Aug 6, 2019, 11:09 AM IST

Updated : Aug 6, 2019, 3:41 PM IST

দিল্লি, 6 অগাস্ট : রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

বিল পেশের পরই বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, "নিয়ম ভেঙে রাজ্যটিকে দু'ভাগ করা হচ্ছে ৷ জম্মু ও কাশ্মীর ইশু 1948 থেকে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষণে রয়েছে ৷ তাহলে একে আমরা কি বলব অভ্যন্তরীণ না আন্তর্জাতিক ? সিমলা চুক্তি ও লাহোর সমঝোতা দুটিই কি দ্বিপাক্ষিক না অভ্যন্তরীণ বিষয় ?" কয়েকদিন আগে অ্যামেরিকান বিদেশসচিব মাইক পম্পিওর সাথে বিদেশ মন্ত্রী এস জয়শংকরের আলোচনার প্রসঙ্গ তুলে অধীর প্রশ্ন তোলেন, "যখন বিদেশ মন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন, কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক বিষয় ৷ এবং কোনও বাইরের প্রভাব এতে বরদাস্ত করা হবে না, তখন বিষয়টি কি আর অভ্যন্তরীণ থাকে?"

এর জবাবে অমিত শাহ বলেন, "বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, এর সঙ্গে আইনও জড়িয়ে আছে ৷ জম্মু ও কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ ৷ 370 ধারা তুলে নেওয়ার যে প্রস্তাব করা হয়েছে সেখানে ধারার 1 (সি) অংশটি বলবৎ থাকছে ৷ ওই অংশে স্পষ্টই বলা আছে জম্মু ও কাশ্মীর ভারতীয় গণরাজ্যের অংশ ৷ এবং সংসদ জম্মু ও কাশ্মীরে আইন প্রণয়ন করতে পারে ৷"

এরপরই বিরোধীরা একযোগে সরকারকে আক্রমণ করে এবং জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে ঠিক বোঝাচ্ছে ৷ উত্তরে শা বলেন, "যখন জম্মু ও কাশ্মীর বলছি তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই-চিনও রয়েছে ৷"

তীব্র বাক বিতণ্ডার মধ্যে DMK-র সাংসদ টি আর বালু বলেন,"দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে ৷"

Last Updated : Aug 6, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details