পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রেপ্তার হননি ফারুখ আবদু্ল্লা, বাড়িতেই আছেন : অমিত শাহ - amit shah

কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "ফারুখ আবদুল্লাকে গ্রেপ্তার করা হয়নি ৷"

অমিত শাহ

By

Published : Aug 6, 2019, 5:03 PM IST

দিল্লি, 6 অগাস্ট : ফারুখ আবদুল্লাকে গ্রেপ্তার করা হয়নি ৷ তিনি বাড়িতেই রয়েছেন ৷ তাঁকে গৃহবন্দী করা হয়নি ৷ কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে আজ সংসদে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

রাজ্যসভায় গতকাল স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনানোর সময়ই বিরোধীরা অভিযোগ করেছিল, কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্বদের গৃহবন্দী করা হয়েছে । গতকাল সেই দাবি খারিজ করেছিলেন স্বরাস্ট্রমন্ত্রী । এরপর আজকেও লোকসভায় অধিবেশন শুরু হতেই বিরোধীরা অভিযোগ করে, শ্রীনগরের সাংসদ ফারুখ আবদুল্লাকে আটকে রাখা হয়েছে ৷ স্পিকার ওম বিড়লার কাছে পদক্ষেপ করার আবেদন জানান বিরোধী সাংসদরা । এরপর সংসদে আবারও অমিত শাহ জানান, ফারুখ আবদু্ল্লা মুক্ত ৷ তাঁকে গ্রেপ্তার করা হয়নি ।

আজ বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি ইতিমধ্যেই তিনবার বিষয়টি পরিষ্কার করে দিয়েছি যে ফারুখ আবদু্ল্লাজি নিজের বাড়িতেই আছেন । তাঁকে গৃহবন্দী করা হয়নি । তিনি সুস্থ আছেন, মজাতেই আছেন । যদি ওনার সংসদে আসতে না হয় তা হলে কি কানের নিচে বন্দুক ঠেকিয়ে সংসদে নিয়ে আসব ?"

তবে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা অমিত শাহকে মিথ্যাবাদী অবিহিত করে বলেন, "মিথ্যে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আমাকে গৃহবন্দী করা হয়েছিল । আমি আজ অনেক কষ্টে । আমি এই ভারতে বিশ্বাস করি না । আমি জানি না সাধারণ কাশ্মীরিরা কী কষ্টের মধ্যে আছে । তবে আমাদের লড়াই জারি থাকবে । রাজনীতির মাধ্যমেই আমরা এর মোকাবিলা করব ।"

এর আগে গতকালই সতর্কতামূলক কারণ দেখিয়ে আটক করা হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে । এর আগে রবিবার রাতেই দু'জনে টুইট করে দাবি করেন যে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details