পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উপত্যকায় উত্তেজনার মধ্যেই ডোভালের সঙ্গে বৈঠক অমিতের

থমথমে পরিস্থিতিতে অমরনাথ যাত্রীদের দ্রুত ফিরতে বলেছে সরকার । এই অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখোমুখি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

ডোভালের সঙ্গে বৈঠক অমিতের

By

Published : Aug 4, 2019, 6:18 PM IST

দিল্লি, 4 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি সংঘর্ষ ও হামলার খবরে উত্তপ্ত উপত্যকা । এরই মধ্যে গতকাল সামনে এসেছে পাকিস্তানি সেনাবাহিনীর মদতে LoC পেরোনোর চেষ্টা রুখে দেওয়ার খবর । থমথমে পরিস্থিতিতে অমরনাথ যাত্রীদের দ্রুত ফিরতে বলেছে সরকার । এই অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখোমুখি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । স্বরাষ্ট্র সচিব ও অন্য গুরুত্বপূর্ণ আধিকারিকরাও এই বৈঠকে ছিলেন । তাঁদের অন্যতম গোয়েন্দা প্রধান অরবিন্দ কুমার, RAW-এর সামন্ত গোয়েল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গউবা ।

গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, 29 থেকে 31 জুলাইয়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে জঙ্গিরা । যার পিছনে হাত রয়েছে পাকিস্তানের । এই পরিস্থিতির মোকাবিলা করতে গত কয়েক দিনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে রাজ্যে । গতকাল ভারতীয় সেনার তরফে প্রকাশ করা হয় অনুপ্রবেশকারীদের মৃতদেহের ছবি । এরপরই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সাদা পতাকা নিয়ে ভারতে এসে মৃতদেহগুলি নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় । তবে পাকিস্তানের তরফে এই প্রস্তাবের কোনও জবাব মেলেনি ।

তবে গতকালের এই ঘটনায় ফের একবার ভারতের দাবি প্রমাণিত, যে কাশ্মীরে ও সীমান্ত জুড়ে সন্ত্রাস ছড়ানোর পিছনে হাত রয়েছে পাকিস্তানের ৷ এদিকে, আজ সকাল পর্যন্ত জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে ৷ চলতি বছরে ইতিমধ্যেই 1600-র বেশি বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ।

ভারতীয় সেনার বক্তব্য, একাধিক নাশকতামূলক কার্যকলাপের পিছনে ইসলামাবাদেরই হাত রয়েছে । সেই সংক্রান্ত যাবতীয় প্রমাণ ভারতের হাতে রয়েছে । তবে ভারতীয় সেনা প্রত্যেকবারই পাকিস্তানের নাশকতার চেষ্টা ব্যর্থ করে এসেছে । এর আগে বৃহস্পতিবার অমরনাথ যাত্রাপথে ল্যান্ডমাইন ও পাকিস্তান সেনার ব্যবহৃত স্নাইপার রাইফেল উদ্ধার হয় ।

কাশ্মীরে চলতে থাকা এই অস্থির পরিস্থিতি পর্যালোচনা করতেই মূলত আজকের বৈঠক বলে অনুমান বিশেষজ্ঞদের ।

ABOUT THE AUTHOR

...view details