দিল্লি, 7 জুন : দেশে গণতান্ত্রিক অধিকার চালু করার জন্য লড়াই করেছে বিহার ৷ আজ ভার্চুয়াল জনসভায় এমনই বললেন BJP নেতা অমিত শাহ ৷
আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 'বিহার জনসংবাদ সভা'য় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, "দেশকে গণতন্ত্রের সঙ্গে পরিচয় করেছিল বিহার ৷ এখানে ছিল মগধ সাম্রাজ্য ৷ বুদ্ধ, মহাবীর, চন্দ্রগুপ্ত ও চাণক্যর ভূমি এটা ৷ এই ভূমি সবসময় দেশকে নেতৃত্ব দিয়েছে ৷ যখনই গণতান্ত্রিক অধিকারকে ক্ষতি করার চেষ্টা হয়েছে তখনই বিহার উঠে দাঁড়িয়েছে ৷ তারপরই দেশ জয়ের পথে এগিয়ে গিয়েছে ৷"
এক সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি যে জরুরি অবস্থা জারি করেছিলেন, তার বিরুদ্ধে বিহারের নেতারা রুখে দাঁড়িয়েছিলেন ৷ আজ সেই স্মৃতিচারণ করলেন অমিত শাহ ৷ তিনি বলেন, "বাবু জগজীবন রামজি, রাজেন্দ্র (প্রসাদ), জয় প্রকাশ নারায়ণ, শ্রী বাবু ও অন্যরাও স্বাধীনতার জন্য যে লড়াই করেছিলেন, তা আমরা কী করে ভুলে যেতে পারি ৷ এমন কী, স্বাধীনতার পরও কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা জারি করেছিলেন, গণতন্ত্র নষ্ট করার চেষ্টা করেছিলেন ৷ সেই সময় বিহারের মানুষ নতুন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল ৷"