দিল্লি, 24 জুন : 10 হাজার বেডের কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত তিনদিন আগেই নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নতুন একটি COVID কেয়ার সেন্টার তৈরির দাবির পরিপ্রেক্ষিতে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরপর কয়েকটি টুইটারে অমিত শাহ লেখেন, "কোরোনা চিকিৎসার জন্য 250 টি ICU বেডসহ 1 হাজার বেডের একটি হাসপাতাল আগামী 10 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। সশস্ত্র বাহিনী হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে। "
কেজরিওয়ালকে কটাক্ষ করে অমিত শাহ টুইটারে লেখেন, " প্রিয় কেজরিওয়ালজি, 3 দিন আগেই হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দিল্লির রাধাস্বামী বিয়াসে 10 হাজার বেডের COVID কেয়ার সেন্টার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ITBP-কে । ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে এবং আগামী 26 জুনের মধ্যে তা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। "
প্রসঙ্গত, 10 হাজার বেডের COVID কেয়ার সেন্টার পরিদর্শন এবং ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ ও সেনাবাহিনী থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠানোর আবেদন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অমিত শাহকে চিঠি লিখেছেন। এর জবাবেই গতকাল অমিত শাহ টুইটবার্তাগুলি দেন। টুইটারে তিনি লেখেন, " আমি দিল্লিবাসীকে জানাতে চাই 250 টি ICU বেডসহ 1 হাজার বেডের একটি নতুন হাসপাতাল কোরোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি করা হচ্ছে। DRDO এবং টাটা ট্রাস্টের তরফে এই হাসপাতালটি তৈরি করা হচ্ছে। আগামী 10 দিনের মধ্যে হাসপাতালটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এর সুরক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। "
দিল্লিতে যে সকল রেলের কোচ কোরোনা রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে, সেখানে রোগীদের চিকিৎসা ও দেখভালের জন্য সশস্ত্র বাহিনীকে পাঠানো হয়েছে বলেও অমিত শাহ জানান। তিনি বলেন, কোরোনা কেয়ার সেন্টার তৈরির প্রয়োজন অনুসারে ইতিমধ্যে 8 হাজার অতিরিক্ত বেড দিল্লি সরকারকে দেওয়া হয়েছে।