মুম্বই, 14 এপ্রিল : লকডাউনের মেয়াদ বাড়ানোর বিরোধিতায় মুম্বইয়ের বান্দ্রায় শ্রমিকদের বিক্ষোভের ঘটনা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহারাষ্ট্র সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। অমিত শাহ বলেন, "এই ধরনের ঘটনা ভারতের কোরোনা যুদ্ধের দৃঢ় সংকল্পকে দুর্বল করে দেয় । এই ধরনের ঘটনার উপর কড়া নজরদারি রাখতে হবে প্রশাসনকে । "
আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । জানান, 3 মে পর্যন্ত লকডাউন চলবে । তার ঠিক কয়েক ঘণ্টা পরই মুম্বইয়ের বান্দ্রা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান ভিন রাজ্যের শ্রমিকরা । তাঁদের দাবি, দ্রুত নিজেদের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করতে হবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয় ।
ঘটনা প্রসঙ্গে উদ্ধব ঠাকরে বলেন, "আসলে তাঁরা ভেবেছিলেন আজ লকডাউন উঠে যাবে । পরিবহন পরিষেবা স্বাভাবিক হবে । প্রত্যেকে বাড়ি ফিরতে পারবেন । কিন্তু 3 মে পর্যন্ত লকডাউন বাড়ার খবর পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।"