পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থান সংকটকে পাশ কাটিয়ে নিজের "মন কি বাত" ঘোষণা রাহুলের - কংগ্রেসর খবর

টুইট করলেন তিনি ঠিকই ৷ কিন্তু রাজস্থানে চলতে থাকা রাজনৈতিক সংকট নিয়ে একটি শব্দও খরচ করতে দেখা গেল না রাহুল গান্ধিকে ৷ অন্তত সরাসরি তো নয়ই ৷

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

By

Published : Jul 14, 2020, 7:08 AM IST

দিল্লি, 14 জুলাই : ভাঙনের মুখে রাজস্থানের কংগ্রেসে শিবির ৷ যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে সরকার ৷ আর এরই মধ্যে গতসন্ধ্যায় টুইট রাহুল গান্ধির ৷ তবে শুধুমাত্র কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেই টুইট করতে দেখা গেল তাঁকে ৷ পাশাপাশি এও জানিয়ে রাখলেন, আগামীকাল থেকে নিজের চিন্তাধারা ভাগ করে নেবেন আমজনতার সঙ্গে ৷ এ যেন অনেকটা রাহুল গান্ধির "মন কি বাত।''

রাহুল গান্ধি রহস্যে ঘেরা যে টুইট করেছেন, তাতে রাজস্থানে চলতে থাকা নাটকীয়তা নিয়ে সরাসরি কিছু বলতে দেখা যায়নি ৷ কিছু বলতে চাইছিলেন কিনা তাও স্পষ্ট নয় ৷ BJP-র কাছে আগেই খুইয়েছে মধ্যপ্রদেশ ৷ এবার রাজস্থানেও সংকটে কংগ্রেস । চার মাসেরও কম সময়ের মধ্যে দু'টি বড়সড় ভাঙনের মুখে দল ৷ কিন্তু তারপরেও রাজস্থান ইশুতে আজকের ভিডিয়োয় অনেকটাই নির্বিকার দেখা গেল রাহুল গান্ধিকে ৷

রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, যাকে নিয়ে বিগত কিছুদিন ধরে আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি, তিনি এখন দিল্লিতে ৷ অনেকই মনে করেছিলেন মুখোমুখি আলোচনায় হয়তো তিক্ততার বরফ কিছুটা হলেও গলতে পারে ৷ কিন্তু তাঁর সঙ্গে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি বা সেকেন্ড ইন কমান্ড রাহুল গান্ধি কেউই আলোচনায় বসেছেন বলে কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

এর পরিবর্তে রাহুল গান্ধি টুইটে লিখেছেন, তিনি আজ থেকে ভিডিয়ো বার্তার মাধ্যমে সাম্প্রতিক ঘটনাবলী ও ইতিহাসের সত্যিকে আরও পরিস্কার করে তুলে ধরবেন ৷ তিনি বলেছেন, "আজ দেশের বেশিরভাগ সংবাদমাধ্যমই ফ্যাসিবাদী চিন্তাধারা দিয়ে চালিত ৷ টেলিভিশন, হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড ও মিথ্যা খবরের মাধ্যমে ঘৃণা মিশ্রিত বার্তা, ছড়ানো হচ্ছে ৷ দেশকে টুকরো টুকরো করার জন্যই এই ধরনের বার্তা ছড়ানো হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "আমি চাই, আমাদের সাম্প্রতিক ঘটনাবলী ও ইতিহাসের সত্যিকে আরও পরিষ্কার করে তুলে ধরতে ৷ আগামীকাল থেকে আমি আমার চিন্তাধারা আপনাদের সঙ্গে ভাগ করে নেব ভিডিয়োর মাধ্যমে ৷"

অনেকই মনে করছেন, এই বার্তার মাধ্যমে রাহুল গান্ধি নিজের "মত কি বাত" চালু করার ইঙ্গিত দিয়ে রাখলেন এই বার্তায় ৷ গত বছরের অক্টোবরেও সোশাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের চেষ্টা করেছিল কংগ্রেস শিবির ৷ নাম দেওয়া হয়েছিল, দেশ কি বাত ৷

ABOUT THE AUTHOR

...view details