মাদুরাই (তামিলনাড়ু), 17 এপ্রিল : লকডাউন উপেক্ষা করেই জাল্লিকাট্টু-তে অংশগ্রহণকারী ষাঁড়ের শেষযাত্রায় যোগ দিল কমপক্ষে দু'হাজার মানুষ ৷ তামিলনাড়ুর মাদুরাইয়ের ঘটনা ৷ সৎকারে অংশগ্রহণ করায় সাতজনকে আটক করেছে পুলিশ ৷ অপরদিকে, এই ঘটনার পরই দুজন পুলিশ কর্মী, একজন সাব ইন্সপেক্টর ও একজন হেড কনস্টেবলকে বদলি করা হয়েছে ৷
জাল্লিকাট্টু-তে অংশ নেওয়া ষাঁড়ের মৃত্যু, শেষযাত্রায় যোগ 2 হাজার মানুষের - Village holds funeral for jallikkattu bull, 2,000 participate in tamilnadu
তামিলনাড়ুর মাদুরাইয়ে লকডাউন উপেক্ষা করেই জাল্লিকাট্টুয় অংশগ্রহণকারী ষাঁড়ের শেষযাত্রায় উপস্থিত হল কমপক্ষে দু'হাজার মানুষ ৷
12 এপ্রিল "মোলি" নামক জাল্লিকাট্টু-তে অংশগ্রহণকারী ষাঁড়টির মৃত্যু হয় ৷ আলানগানাল্লুর মুদুভারপাট্টি গ্রামের কাছে চেল্লাই আম্মান মন্দিরে "মোলি" বড় হয়ে উঠেছিল ৷ গ্রামের বৃদ্ধরা মৃত ষাঁড়ের দেহটি ফুল দিয়ে সাজিয়ে গ্রামের মাঝে রেখে দেন ৷ একে একে গ্রামের বাসিন্দারা তাঁদের প্রিয় "মোলি"-কে বিদায় জানান ৷ এরপর শেষযাত্রা শুরু হয় । আতসবাজি পুড়িয়ে নিয়ে যাওয়া হয় "মোলি"-কে ৷
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনার জন্য যে সমস্ত গ্রামবাসী জমায়েত করেছিলেন তাঁদের খোঁজ করা হচ্ছে ৷ মাদুরাইয়ের পুলিশ সুপার মানিভান্নান ETV ভারতকে জানান, বৃহস্পতিবার পুরো ঘটনাটি সামনে এসেছে৷ এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷