পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সীমান্তে শান্তি ফেরাতে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডোভাল

India China standoff
প্রতীকি ছবি

By

Published : Jul 6, 2020, 3:14 PM IST

Updated : Jul 6, 2020, 4:02 PM IST

14:51 July 06

সীমান্তে এই ধরনের সংঘর্ষ যাতে আগামী দিনে আর না হয়, সেই নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর ।

দিল্লি, 6 জুলাই : চিনের বিদেশমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াঙ- ই -এর সঙ্গে ভিডিয়ো কলে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । সূত্রের খবর, দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনার পরিস্থিতি প্রশমিত করতে আলোচনা হয় দু'জনের মধ্যে । সীমান্তে এই ধরনের সংঘর্ষ যাতে আগামী দিনে আর না হয়, তা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর ।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনতে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে অজিত ডোভালের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ । ভারতের বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারত-চিন সীমান্ত বরাবর, ওয়েস্টার্ন সেক্টরে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তা প্রশমিত করতে দু'পক্ষের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয় । যত দ্রুত সম্ভব সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া দরকার বলে উভয়েই মত প্রকাশ করেন । পাশাপাশি উভয়পক্ষই সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বাড়তি সেনা সরিয়ে নেওয়ার বিষয়েও সহমত পোষণ করে ।"

এদিকে সরকারি সূত্রে জানা গেছে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছনে সরে গেছে চিনের সেনাবাহিনী ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, কর্পস কমান্ডারস্তরে বৈঠকের পর তাঁবু, গাড়ি এবং বাহিনী সরিয়ে নিয়েছে চিন । তবে গালওয়ান নদীর পার্শ্ববর্তী দুর্গম এলাকায় এখনও অস্ত্রবাহী গাড়ি মোতায়েন রেখেছে চিন । ভারতীয় সেনা সেদিকে নজর রেখেছে ।

Last Updated : Jul 6, 2020, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details