পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তেজনার মধ্যেই লাদাখে বোফর্স কামানের পরীক্ষা সেনা বাহিনীর - বোফর্স কামান

কয়েক দিনের মধ্যেই গর্জনের জন্য তৈরি হয়ে যাবে এই কামান জানালেন ভারতীয় সেনার ইঞ্জিনিয়ররা ৷

বোফর্স কামান
বোফর্স কামান

By

Published : Sep 16, 2020, 8:10 PM IST

লাদাখ, 16 সেপ্টেম্বর : পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই বোফর্স কামানের পরীক্ষা ভারতীয় সেনাবাহিনীর ৷

1980-তে বোফর্স কামানকে ভারতীয় সেনার আর্টিলারি রেজিমেন্টের অন্তর্ভুক্ত করা হয় ৷ এর আগে কার্গিলের যুদ্ধে এই কামান ব্যবহার করা হয়েছিল ৷ কম ও বেশি কোণে গোলাবর্ষণে সক্ষম এই বোফর্স কামান ৷

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ররা এই ধরনের একটি বোফর্স কামানের সার্ভিসিং করতে করতে জানালেন, কয়েকদিনের মধ্যেই গর্জনের জন্য তৈরি হয়ে যাবে এই কামান ৷ আধিকারিকরা জানাচ্ছেন এই কামানগুলিকে কর্মক্ষম রাখতে একটা নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করতে হয় ৷ আর তারজন্য টেকশিয়ান রয়েছেন ৷

লেফটেন্যান্ট কর্নেল প্রীতি কানওয়ার বলেন, "ফায়ারিং পিন থেকে ইঞ্জিন ট্যাঙ্ক অ্যাসেম্বল করতে প্রয়োজনীয় সব সরঞ্জাম টেকনিক্যাল গ্রুপ সরবরাহ করে থাকে ৷ এর পিছনে রয়েছে মোবাইল স্পেস ভ্যান ৷ এর মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয় ৷"

1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের বাঙ্কার ধ্বংস করেছিল এই বোফার্স কামান ৷ কার্গিলের উচ্চতায় পাকিস্তানকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই কামান ৷ বোফোর্স 12 সেকেন্ডে তিন রাউন্ড গোলা বর্ষণ করতে সক্ষম ছিল ৷ এটি 90 ডিগ্রি কোণে থাকা শত্রুপক্ষের পোস্টগুলিকে ধ্বংস করতে সক্ষম ছিল ৷ এই বিশেষ ক্ষমতার জন্য পাহাড়ের উঁচু জায়গায় দখল করে থাকা পাকিস্তানি সেনাদের নাকের ডগা দিয়ে এই কামান ব্যবহার করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details