পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পড়ুয়াদের জন্য 'স্কুল ফর্ম হোম' সেকশন অ্যামাজ়নের - পড়ুয়াদের জন্য 'স্কুল ফর্ম হোম' সেকশন উদ্বোধন অ্যামাজ়নের

অ্যামাজ়নের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কম্পানির সাইটে কোন সামগ্রীগুলি সব থেকে বেশি সার্চ করা হয়েছে তার একটি সমীক্ষা করা হয় । তাতে দেখা যায়, ওয়ার্ক ফর্ম হোম বা স্কুল ফর্ম হোম-এর উপযোগী সামগ্রীগুলির চাহিদা আগের থেকে বেড়েছে । এই বিষয়টিকে মাথায় রেখে আজ সাইটে 'স্কুল ফর্ম হোম' সেকশন উদ্বোধন করল অ্যামাজ়ন ।

amazon
নিজস্ব চিত্র

By

Published : Jun 11, 2020, 7:26 PM IST

বেঙ্গালুরু, 11 জুন : পড়ুয়াদের জন্য একটি নতুন সেকশন উদ্বোধন করল ই-কমার্স সাইট অ্যামাজ়ন ডট ইন । আজ অ্যামাজ়ন কর্তৃপক্ষের তরফে এই সেকশন উদ্বোধনের কথাটি ঘোষণা করা হয় । এই সেকশনটির নাম দেওয়া হয়েছে 'স্কুল ফর্ম হোম'।

অ্যামাজ়নের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কম্পানির সাইটে কোন সামগ্রীগুলি সব থেকে বেশি সার্চ করা হয়েছে তার একটি সমীক্ষা করা হয় । তাতে দেখা যায়, ওয়ার্ক ফর্ম হোম বা স্কুল ফর্ম হোম-এর উপযোগী সামগ্রীগুলির চাহিদা আগের থেকে বেড়েছে । যেমন, আগের থেকে 1.7 গুণ বেশি সার্চ করা হয়েছে হেড ফোন ও ইয়ার ফোন । ল্যাপটপ ও ট্যাবলেটের ক্ষেত্রে দ্বিগুণের অধিক সার্চ করা হয়েছে । আর স্টেশনারি জিনিসের জন্য সার্চ বৃদ্ধি পেয়েছে 1.2 গুণ ।

এখানেই শেষ নয়, অ্যামাজ়নে মাউস ও কি-বোর্ডের জন্য আগের থেকে দ্বিগুণের অধিক বার সার্চ করা হয়েছে । প্রিন্টারের সার্চ বেড়েছে 1.3গুণ । রাউটারসের জন্য তিন গুণ ও স্টাডি টেবলের জন্য সার্চ আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে ।

এই সার্চ ট্রেন্ডের উপর ভিত্তি করেই 'স্কুল ফর্ম হোম' নামে সেকশনটির উদ্বোধন করল অ্যামাজ়ন । এই সেকশনে পড়ুয়াদের উপযোগী সামগ্রীগুলির বিস্তার সম্ভার রয়েছে । তার মধ্যে ল্যাপটপ থেকে শুরু করে ট্যাবলেট, কম্পিউটার, হেডসেট, স্পিকার, প্রিন্টার-সহ একাধিক জিনিস রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details