আগ্রা, 22 জানুয়ারি : প্রেমিকাকেকে সঙ্গে নিয়ে তাজমহল ঘুরে দেখলেন অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজোস্ । বান্ধবী লরেন সানচেজ়ের সঙ্গে ঐতিহাসিক স্থানে অন্য মুডে দেখা গেল বেজোসকে ।
মোঘল আমলের অন্যতম স্থাপত্যের সামনে দু'জনকে জলের ধারে ছবি তোলার জন্য পোজ় দিতে দেখা গেল ৷ এই স্থান সবার কাছে অত্যন্ত প্রিয় । প্রিন্স উইলিয়াম এবং কেট সহ একই স্থানে অনেক সেলিব্রিটি এবং বিশ্বনেতারা ছবি তোলার জন্য পোজ দিয়েছেন ।
বেজোস ফরম্যাল পোশাক পরেই এসেছিলেন বেড়াতে ৷ বান্ধবী লরেন সানচেজের পরনে ছিল কমলা এবং সাদা রঙের পোশাক । তাজমহলের সামনে তোলা বেশকিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বান্ধবীকে সঙ্গে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দুজনে । পটভূমিতে 338 বছরের প্রেমের স্মৃতিসৌধ ।
বেজোস ভারতে এসে গত মঙ্গলবার প্রথমে দিল্লির মহাত্মা গান্ধি স্মৃতিসৌধ ঘুরে দেখেন । একদল বাচ্চাদের সঙ্গে ঘুড়িও উড়িয়েছেন । মুম্বইয়ের অ্যামাজন 'সাইলেন্ট ডেলিভারি স্টেশন' দেখতে যান । এমনকী, শাহরুখ খান ও জোয়া আখতারের সঙ্গে আড্ডাও দিতে দেখা গিয়েছে অ্যামেরিকার ধনকুবেরকে ৷