পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

হামলার ছক কষেছিল জঙ্গিরা ৷ এই খবরের জেরে অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার

By

Published : Aug 2, 2019, 6:08 PM IST

amarnath pilgrims, অমরনাথ তীর্থযাত্রী

শ্রীনগর, 2 অগাস্ট : হামলার ছক কষেছিল জঙ্গিরা ৷ এই খবরের জেরে নেওয়া হল আগাম সতর্কতা ৷ অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের সরে যেতে বলল জম্মু-কাশ্মীর সরকার ৷

অমরনাথের যাত্রাপথে এম-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হওয়ার কথা আগেই জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনেরাল কে জি এস ধিলোঁ ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইন উদ্ধারের কথাও জানিয়েছিলেন তিনি ৷ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার । তবে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্যও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে ৷

নিরাপত্তার কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব পর্যটক ও অমরনাথ যাত্রীদের ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ আজই সেনাবাহিনীর তরফে জানানো হয়, পাকিস্তান সেনা সমর্থিত জঙ্গিরা অমরনাথ যাত্রায় বিঘ্ন ঘটাতে চাইছে বলে গোয়েন্দা রিপোর্ট রয়েছে ।

বৃহস্পতিবারই কাশ্মীরে বায়ুসেনা এবং স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়েই ওই দিন সন্ধ্যা থেকে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । যদিও ধিঁলো আজ বলেন, "পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে । কাশ্মীরে শান্তি রয়েছে ।" অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details