মুম্বই, 19 নভেম্বর : নতুন করে জল্পনা শুরু হয়েছিল, 3:2 ফর্মুলায় মুখ্যমন্ত্রিত্বের ভাগাভাগির ৷ 3 বছর BJP ৷ 2 বছর শিবসেনা ৷ শোনা যাচ্ছিল এতে সায় ছিল সঞ্জয় রাউতেরও ৷ আজ আবার 180 ডিগ্রি ঘুরে সঞ্জয় রাউত জানান, 35 বছরের পুরোনো সঙ্গীর সঙ্গে ফের জোটে যাওয়া সম্ভব একমাত্র 50:50 ফর্মুলা দিয়েই ৷ বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে আজ ফের মুখ খুললেন তিনি ৷ "শরদ পাওয়ার এবং আমাদের জোট নিয়ে আপনাদের ভাবতে হবে না ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সেনার নেতৃত্বে গঠিত হবে মহারাষ্ট্রের স্থায়ী জোট সরকার ৷" বিকল্প জোটের ভবিষ্যৎ নিয়ে আজ এমনই বললেন সঞ্জয় রাউত ৷
কে হবে মহারাষ্ট্র সরকারের মূল চালিকাশক্তি? দফায় দফায় বৈঠকের পরেও জট কাটেনি এখনও ৷ প্রতিদিন নতুন নতুন বৈঠক ৷ প্রতি মুহূর্তে বদলাচ্ছে রাজনীতির রং ৷ বদলাচ্ছে সমীকরণ ৷
চলতি সপ্তাহেই রাজধানীতে বৈঠকে বসেছিলেন সোনিয়া-পাওয়ার ৷ আগামী কাল ফের বৈঠকে বসবেন দুই দলের শীর্ষ নেতৃত্ব ৷ NCP-র তরফে উপস্থিত থাকবেন শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার ৷ কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেবেন আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, পৃথ্বীরাজ চৌহান, অশোক চৌহানরা ৷