নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ফাইভ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে দেশকে পৌঁছানো ৷ আর সেই লক্ষ্য পূরণ করতে হলে শিল্পের পাশাপাশি পরিকাঠামোর উন্নতি প্রয়োজন ৷ পরিকাঠামো সুসংগঠিত করতে ও চাকরির সুযোগ তৈরি করতে এই খাতে 103 লাখ কোটি টাকা ব্যয় করা হবে ৷ আজকের বাজেটে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
পরিকাঠামো ক্ষেত্রে 103 লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব - Budget 2020 India
27 হাজার কিমি পর্যন্ত রেল ট্র্যাককে বৈদ্যুতিকরণ করার টার্গেট নিয়েছে ভারতীয় রেল ৷ অর্থমন্ত্রী বলেন, সরকার গড়ার 100 দিনের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে 550টি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে ৷
এই প্রকল্পের মধ্যে আকার ও উন্নয়নের পর্যায়ে বিচার করে বিভিন্ন ক্ষেত্রে 6,500টির বেশি প্রজেক্ট রয়েছে ৷ অর্থমন্ত্রী আজকের বাজেট পেশ করতে গিয়ে বলেছেন, ইতিমধ্যেই পরিকাঠামো পাইপলাইনে 22 হাজার কোটি প্রদান করা হয়েছে ৷ হাইওয়েগুলির উন্নতির লক্ষ্যে 2500 কিমি কন্ট্রোল হাইওয়ে, 9000 কিমি ইকোনমিক করিডোরের পাশাপাশি 2000 কিমি উপকূলীয় ও ল্যান্ডপোর্ট রোড ও 2000 কিমি স্ট্যাটেজিক হাইওয়ে তৈরি করা হবে ৷ 2023 সালের মধ্যে তৈরি হবে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ৷ চেন্নাই-বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে শীঘ্রই ৷
27 হাজার কিমি পর্যন্ত রেল ট্র্যাককে বৈদ্যুতিকরণ করার টার্গেট নিয়েছে ভারতীয় রেল ৷ অর্থমন্ত্রী বলেন, সরকার গড়ার 100 দিনের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে 550টি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে ৷ তেজসের মতো দ্রুতগতির ট্রেন দেশের আইকনিক টুরিস্ট স্পটগুলিকে যুক্ত করবে ৷ মুম্বই এবং আমেদাবাদের মধ্যে দ্রুতগতির ট্রেনের সংখ্যা বাড়ানো হবে ৷ একইভাবে উড়ান স্কিমের অধীনে 2024 সালের মধ্যে 100টি বিমানবন্দরের উন্নয়ন করা হবে ৷ যোগাযোগ পরিকাঠামোর উন্নতির ক্ষেত্রে চলতি বছরে 1.70 লাখ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ শক্তি এবং তার পুনর্নবীকরণ ক্ষেত্রে 22 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে ৷ পাশাপাশি জাতীয় গ্যাস গ্রিডের সম্প্রসারণ করা হবে 16,200 কিমি থেকে 27 হাজার কিমি পর্যন্ত ৷